Tata Tigor EV: ভারতে তৈরি টাটার সবচেয়ে সাশ্রয়ী গাড়ি হিমালয়ের কোলে অবস্থিত এই ছোট্ট দেশে লঞ্চ হল

টাটা গত বছরের অগস্টে ভারতে তাদের দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি Tata Tigor EV লঞ্চ করেছিল। যা বর্তমানে দেশের সবচেয়ে কমদামি...
SUMAN 1 April 2022 7:30 AM IST

টাটা গত বছরের অগস্টে ভারতে তাদের দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি Tata Tigor EV লঞ্চ করেছিল। যা বর্তমানে দেশের সবচেয়ে কমদামি বিদ্যুৎচালিত যাত্রী গাড়ি। ভারতের বাইরে বিভিন্ন অঞ্চল থেকেও গাড়িটি নিয়ে খোঁজখবরের সংখ্যাও যথেষ্ট বেশি৷ ফলে বিদেশেও বাজার ধরতে উদ্যোগী হল টাটা। শুরু করল হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপালকে ধরে। ভারতের পর এবার নেপালের বাজারে পা রাখল টাটা টিগর ইভি।

সে দেশের Spiradi Trading Pvt Ltd-এর সাথে যৌথ উদ্যোগে বৈদ্যুতিক গাড়িটি লঞ্চ করেছে টাটা। এর XE ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ২৯.৯৯ এনপিআর প্রায় (১৮.৮১ লক্ষ টাকা)। আর টপ-স্পেক ট্রিমের মূল্য ৩২.৯৯ এনপিআর (২০.৬৯ লক্ষ টাকা)।

Tata Tigor EV একচার্জে ৩০৬ কিমি চলতে পারে বলে দাবি করা হয়েছে। বলাবাহুল্য,বাস্তব এতটা রেঞ্জ মিলবে না। এতে ২৬ কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। ইলেকট্রিক মোটরের আউটপুট ৭৪ বিএইচপি এবং টর্ক ১৮০ এনএম । এটি ভারতের মতো নেপালেও XE, XM ও XZ+ (XZ+ ডুয়েল টোন অপশন) ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ব্যাটারি এবং মোটরে ৮ বছর এবং ১.৬০ লক্ষ কিলোমিটারের (যেটা আগে ) ওয়ারেন্টি দিচ্ছে টাটা। টিগর ইভির উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যাডজাস্টেবল এবং ফোল্ডেবল ORVMs, স্মার্ট কী পুশ স্টার্ট বটন, পোর্টেবল চার্জিং কেবল, প্রভৃতি।

নেপালে টিগর ইভি লঞ্চের প্রসঙ্গে টাটা মোটরসের আর্ন্তজাতিক যাত্রী গাড়ি ব্যবসার প্রধান মায়াঙ্ক বলদি বলেন, “বৈদ্যুতিক যানবাহন কেনার অন্তরায়গুলি ধীরে ধীরে লাঘব হওয়ার ফলে চাহিদা বাড়ছে পরিবেশবান্ধব গাড়ির। বর্তমানে বাজারের সবচেয়ে জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি হল Tata Nexon EV। নেপালের বাজার বৈদ্যুতিক যানবাহনের চাহিদা বেশ ভালো রয়েছে। যা ভবিষ্যতে আমাদের নতুন গাড়ির মডেলগুলি এখানে লঞ্চ করতে অনুপ্রাণিত করবে।”

Show Full Article
Next Story