লঞ্চের 24 ঘন্টা আগেই TVS-এর নয়া স্কুটারের টপ স্পিড প্রকাশ, কতটা জোরে ছুটবে দেখুন

২৩ আগস্ট অর্থাৎ আগামীকাল দুবাইয়ের মাটিতে টিভিএস মোটর কোম্পানি একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। যাকে ঘিরে...
SUMAN 22 Aug 2023 2:18 PM IST

২৩ আগস্ট অর্থাৎ আগামীকাল দুবাইয়ের মাটিতে টিভিএস মোটর কোম্পানি একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। যাকে ঘিরে ক্রেতাদের মধ্যে কৌতূহলের অন্ত নেই। সংস্থার সঙ্গে পার্টনারশিপ থাকার কারণে মডেলটি BMW-র CE 02 এর প্ল্যাটফর্ম ব্যবহার করবে বলে অনুমান। লঞ্চের আগে সোশ্যাল মিডিয়াতে একের পর এক টিজার ছেড়ে ফিচার্সের ইঙ্গিত দিচ্ছে টিভিএস। আত্মপ্রকাশের আগে এবার তেমনই এক টিজার ভিডিয়ো আপলোড করে উত্তেজনা বাড়াল সংস্থা। যেখানে ইলেকট্রিক স্কুটারটির টিএফটি স্ক্রিন দেখানো হয়েছে।

TVS তাদের নতুন ইলেকট্রিক স্কুটারের টিএফটি স্ক্রিন টিজ করল

টিজারে টিএফটি স্ক্রিনে ‘Xonic’ নামটি দেখা গিয়েছে। এটি স্কুটারটির সবচেয়ে ফাস্ট রাইডিং মোডের নাম হতে পারে বলে আশা করা হচ্ছে। স্ক্রিনের ডানদিকে উল্লম্বভাবে ওয়ার্নিং লাইটের দেখা মিলেছে। স্কুটারটি টপ-স্পিড হতে পারে ১০৫ কিমি/ঘন্টা। আবার ৬০% অবশিষ্ট চার্জে ৬৩ কিলোমিটার পথ ছুটতে পারবে বলে ডিসপ্লেতে দৃশ্যমান হয়েছে। অর্থাৎ রেঞ্জ ১০০ কিলোমিটারের বেশি হবে।

https://twitter.com/tvsmotorcompany/status/1693655155604926751?t=G40-RLT7d-jOdOdGaMxOTQ&s=19

প্রসঙ্গত, BMW CE 02-এর প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ৯৫ কিলোমিটার এবং এর আউটপুট ১৫ এইচপি। এবং পরীক্ষিত রেঞ্জ ৯০ কিলোমিটার। এটি শহুরে রাস্তায় চলাচলের উপযোগী। তবে এর আগের টিজার থেকে অনুমান করা হচ্ছে, টিভিএস-এর আসন্ন মডেলটি ২০১৮-তে তাদের প্রদর্শিত Creon কনসেপ্ট ভার্সনের উপর ভিত্তি করে আসবে।

পূর্বে প্রকাশিত টিজারে দেখানো হয়েছিল স্কুটারটির টিফটি স্ক্রিন রাইডিং মোট অনুযায়ী নিজেস্ব থিম পরিবর্তন করছে। এছাড়াঐ উপলব্ধ থাকবে স্মার্টওয়াচ কানেক্টিভিটির সুবিধা। এই নতুন ইলেকট্রিক স্কুটি ছাড়াও Apache RTR 310 আগামী মাসে লঞ্চ করছে সংস্থা। যা Apache RR 310-এর নেকেড ভার্সন।

Show Full Article
Next Story