TVS কোম্পানির নতুন স্কুটারের টিজার প্রকাশ হল, Activa-কে হারিয়ে করবে বাজিমাত?

নতুন TVS Jupiter 110 এবার সোশ্যাল মিডিয়াতে অফিশিয়াল ভাবে টিজ করা হল। নতুন অবতারে এই স্কুটারটি 22 আগস্ট লঞ্চ হবে বলে আগেই ঘোষণা করা হয়েছে।…

New Tvs Jupiter 110 Teased Ahead Of 22 August Launch

নতুন TVS Jupiter 110 এবার সোশ্যাল মিডিয়াতে অফিশিয়াল ভাবে টিজ করা হল। নতুন অবতারে এই স্কুটারটি 22 আগস্ট লঞ্চ হবে বলে আগেই ঘোষণা করা হয়েছে। নতুন জুপিটারে সবচেয়ে বড় পরিবর্তন ডিজাইনে। টিভিএস মনে করছে, ক্রেতাদের চাহিদা এখন বদলে গিয়েছে। তাই নতুন প্রজন্মের মন জয়ে স্টাইলে তারুণ্য ভাব ফুটে ওঠা জরুরী। আরবান ডিজাইন ল্যাঙ্গুয়েজ যুক্ত হওয়ার ফলে TVS Jupiter 110 আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

টিজার থেকে স্কুটারটির বেশ কিছু জিনিস প্রকাশ্যে এসেছে। যেমন টার্ন ইন্ডিকেটরের সঙ্গে ফ্রন্ট অ্যাপ্রন মাউন্টেড এলইডি ডিআরএল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ডিআরএল অ্যাপ্রনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রসারিত, যা সংস্থার কোনও স্কুটারে আগে দেখা যায়নি। টিজারে ব্লু কালার অপশন দেখানো হয়েছে। এছাড়াও, TVS Jupiter 110 বিভিন্ন রঙে লঞ্চ হবে।

Img 20240819 172737

নতুন টিভিএস জুপিটার 110-এর ফিচার্স লিস্টে এলইডি লাইট, ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল ডিসপ্লে, এবং নেভিগেশন থাকবে বলে আশা করা যায়। টপ ভ্যারিয়েন্টের সামনে ডিস্ক ব্রেক মিলবে। মোবাইল চার্জার ও রিমোট ফুয়েল ফিলার ক্যাপ থাকারও সম্ভাবনা রয়েছে। Jupiter 125-এর মতো এটি ফ্লোরবোর্ড মাউন্টেড ফুয়েল ট্যাঙ্কের সঙ্গে আসতে পারে।

ডিজাইন এবং ফিচার্স আপগ্রেড ছাড়া নিউ জুপিটার 110 অপরিবর্তিত থাকতে চলেছে। এটির 109.7 সিসি এয়ার-কুল্ড ইঞ্জিন থেকে 7.77 বিএইচপি ক্ষমতা এবং 8.8 এনএম টর্ক মিলবে। সঙ্গে পাওয়া যাবে সিভিটি গিয়ারবক্স। সাসপেনশন সামলাবে টেলিস্কোপিক ফর্ক ও মনোশক সেটআপ। নতুন TVS Jupiter 110-এর দাম 77,000 টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হবে বলে অনুমান করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন