New TVS Jupiter : বাইক ভুলে যাবেন! বাজার কাঁপাতে নতুন স্কুটার আনছে টিভিএস

টিভিএস ভারতে একটি নতুন টু-হুইলার নিয়ে হাজির হতে চলেছে। সংস্থা বিস্তারিত কিছু না বললেও, সেটি একটি স্কুটার হবে বলেই মনে করা হচ্ছে। আর বিভিন্ন সূত্র…

New Tvs Jupiter 110 Teased Ahead Of Launch

টিভিএস ভারতে একটি নতুন টু-হুইলার নিয়ে হাজির হতে চলেছে। সংস্থা বিস্তারিত কিছু না বললেও, সেটি একটি স্কুটার হবে বলেই মনে করা হচ্ছে। আর বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নতুন মডেলটি হবে জুপিটার ১১০ স্কুটারের ফেসলিফ্ট ভার্সন। কারণ অনেকদিন ধরেই এটি কোনও আপডেট পায়নি। তাই সেটি এবার নতুন ফিচার্স সহ আনতে চলেছে সংস্থা।

টিভিএস একটি টিজার প্রকাশ করেছে যা একটি কার্ভড এলইডি ডিআরএল দেখায়। এটি জুপিটার ১১০’র বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও, স্কুটারটি নতুন টেললাইট সহ আসতে পারে। বর্তমান মডেলটির তুলনায় দেখতে আরও আধুনিক হবে। সঙ্গে নতুন গ্রাফিক্স ও কালার অপশন যোগ হবে বলে আশা করা যায়। কসমেটিক আপগ্রেড ছাড়া জুপিটারের মেকানিক্যালি অপরিবর্তিত থাকতে চলেছে।

নতুন টিভিএস জুপিটার ১১০ স্কুটারে বর্তমান মডেলের ইঞ্জিন ও হার্ডওয়্যার ধরে রাখা হবে। ফলে এটির ১০৯.৭ সিসি এয়ার-কুল্ড ইঞ্জিন থেকে ৭.৭৭ বিএইচপি ক্ষমতা ও ৮.৮ এনএম টর্ক পাওয়া যাবে। সঙ্গে মিলবে সিভিটি গিয়ারবক্স। স্কুটারটি আন্ডারবোন ফ্রেমে তৈরি এবং সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে মনোশক রয়েছে।

নতুন টিভিএস জুপিটারের ফ্রন্টে ড্রাম/ডিস্ক ব্রেক অপশন ও পিছনে ড্রাম ব্রেক থাকবে। এটি ১২ ইঞ্চি অ্যালয় বা শিট মেটাল হুইলে দৌড়বে। টায়ার হবে ৯০/৯০। নিউ জেনারেশন জুপিটার ১১০ লঞ্চের তারিখ শীঘ্রই প্রকাশ হবে বলে আশা করা যায়। এটি হোন্ডা অ্যাক্টিভার সঙ্গে টক্কর নেবে।