নতুন ভার্সন লঞ্চ সুপারহিট, বিকোচ্ছে দেদার, সুযোগ বুঝে এই বাইকের দাম বাড়িয়ে দিল Yamaha

গত এপ্রিলে ভারতে লঞ্চ হয়েছিল Yamaha MT-15 Version 2.0। যা সংস্থার ইয়ামাহার হাইপার নেকেড বাইক MT-15 এর দ্বিতীয় সংস্করণ।...
SUMAN 18 Jun 2022 10:24 AM IST

গত এপ্রিলে ভারতে লঞ্চ হয়েছিল Yamaha MT-15 Version 2.0। যা সংস্থার ইয়ামাহার হাইপার নেকেড বাইক MT-15 এর দ্বিতীয় সংস্করণ। নতুন ভার্সন বাজারে আসার পর থেকেই বিকোচ্ছে দেদার। এক কথায় বিগত কয়েকমাসে পুরনো মডেলের কম বিক্রির বেদনা পুষিয়ে দিয়েছে নতুন Yamaha MT-15 Version 2.0। কিন্তু চাহিদা দেখে এবার দাম বৃদ্ধির ঘোষণা করল ইয়ামাহা।

লঞ্চের সময় MT-15 বাইকের ব্ল্যাক কালার অপশনের দাম ১,৫৯,৯০০ টাকা এবং অন্য ভ্যারিয়েন্টগুলির মূল্য ১,৬০,৯০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছিল। কিন্তু দু’মাস পেরোতে না পেরোতেই মূল্যবৃদ্ধির দুঃসংবাদ চলে এল। এক ধাক্কায় MT-15 V2-এর সমস্ত কালার স্কিমের দাম ২,০০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছে সংস্থা।

এখন Yamaha MT-15 Version 2.0-এর ব্ল্যাকের দাম বেড়ে হয়েছে ১,৬১,৯০০ টাকা। আর সায়ান ও আইস ফ্লু কালার অপশন কিনতে এবার থেকে ১,৬২,৯০০ টাকা (এক্স-শোরুম) খরচ হবে। দাম বাড়ানো হলেও স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতই ১৫৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড, ৪-স্ট্রোক, SOHC, ৪-ভাল্ভ ইঞ্জিনে ছুটবে এটি। যা থেকে ১০,০০০ আরপিএম গতিতে ১৮.৪ পিএস শক্তি এবং ৭,৫০০ আরপিএম গতিতে ১৪.১ এনএম টর্ক উৎপন্ন হবে।

ইঞ্জিনের সাথে রয়েছে ৬-স্পিড গিয়ার বক্স। R15-এর উপর ভিত্তি করে তৈরি MT-15-এ উপস্থিত ডেল্টা বক্স ফ্রেম। এর ওজন (কার্ব) ১৩৯ কেজি। উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে রয়েছে ব্লুটুথ এনাবেল্ড ডিসপ্লে, এলইডি হেডল্যাম্প, এবং সিঙ্গেল চ্যানেল এবিএস। MT-15 V2 আপসাইড ডাউন ফর্ক, এবং অ্যালুমিনিয়াম সুইংআর্মটি R15-এর থেকে ধার করেছে।

উল্লেখ্য, এপ্রিলে ৯,৯২৮টি Yamaha MT-15 Version 2.0 বিক্রি হয়েছে। গত বছরের একই সময়ে MT-15 V1-এর তুলনায় যা ৬২% বেশি। সে বার বাইকটির ৫,৬৯২ ইউনিট বিক্রি হয়েছিল। এক কথায় ইয়ামাহার নতুন মডেলকে বাজারে সুপারহিট আখ্যা দেওয়াই যায়।

Show Full Article
Next Story