এক চার্জেই 990 কিমি ছুটবে ! বৈদ্যুতিক গাড়ির জগতে হৈচৈ ফেলে দুর্ধর্ষ EV আনল চীনা সংস্থা

চীনা অটোমেকার নিও (NIO) তাদের ET5 Touring বৈদ্যুতিক গাড়িটি বিশ্ববাজারে লঞ্চ করল। ভারতীয় মুদ্রায় গাড়িটির দাম প্রায়...
SUMAN 19 Jun 2023 8:27 PM IST

চীনা অটোমেকার নিও (NIO) তাদের ET5 Touring বৈদ্যুতিক গাড়িটি বিশ্ববাজারে লঞ্চ করল। ভারতীয় মুদ্রায় গাড়িটির দাম প্রায় ৩৪.২৫ লক্ষ টাকা। এটি সংস্থার প্রথম অল-ইলেকট্রিক স্টেশন ওয়াগন মডেল। পারফরম্যান্স এবং চালকের সুবিধার কথা মাথায় রেখে এই ইলেকট্রিক ভেহিকেলটি তৈরি করা হয়েছে। চীন ছাড়াও বর্তমানে নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস এবং ডেনমার্কের বাজারে গাড়ি বিক্রি করে নিও।

NIO ET5 Touring গ্লোবাল মার্কেটে লঞ্চ হল

NIO ET5 Touring-এ রয়েছে ফাইভ সিটারের বৃহৎ কেবিন। যার ছ'টি ইন্টেরিওর থিম ন্যাচারাল আর্থ টোন দ্বারা অনুপ্রাণিত। গাড়ির ভিতরে ইন্টেলিজেন্ট ডিমিং ফাংশন সহ দামী গ্লাস রুফ, মাসাজ ফাংশন সহ ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, প্রিমিয়াম লেদার আপহোলস্টেরি, ৪৫০-লিটার বুট ক্যাপাসিটি সমেত ৪-২-৪ স্প্লিট ফোল্ডিং টাইপ রিয়ার সিট এবং ২৫৬টি কালার অ্যাম্বিয়েন্ট লাইটিং রয়েছে।

ডলবি অ্যাটমস সহ 23 স্পিকার সাউন্ড সিস্টেম

যাত্রীদের বিনোদনে যাতে খামতি না হয় সেজন্য NIO ET5 Touring-তে দেওয়া হয়েছে ১,০০০ ওয়াট পাওয়ার আউটপুট সহ ২৩-স্পিকার সারাউন্ড সাউন্ড সিস্টেম। এটি ডলবি অ্যাটমস সমর্থন করে। এছাড়া ডির‍্যাক প্রো সাউন্ড অ্যালগোরিদমিক ৭.১৪ সারাউন্ড এফেক্ট উচ্চ মানের মুভি থিয়েটারের চাইতে কোন অংশে কম নয়। ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ১২.৮ ইঞ্চি AMOLED ইনফোটেনমেন্ট প্যানেল, ড্যাশবোর্ড ইন্টিগ্রেটেড 'NOMI' রোবোটিক অ্যাসিস্ট্যান্ট উপস্থিত এই গাড়িতে।

ফুল চার্জে 990 কিলোমিটার রেঞ্জ

এগিয়ে চলার শক্তি জোগাতে NIO ET5 Touring-তে দেওয়া হয়েছে একটি ডুয়েল মোটর, অল-হুইল ড্রাইভ সেটআপ যা একটি ৭৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারির সাথে সংযুক্ত। এটি থেকে ৪৭৫ এইচপি শক্তি এবং ৭০৫ এনএম টর্ক উৎপন্ন হবে। গাড়িটি ফুল চার্জে ৯৯০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি করেছে সংস্থা।

Show Full Article
Next Story