30 নভেম্বর পর্যন্ত অফার, দেশের সবচেয়ে সস্তা অটোমেটিক SUV কেনার সুযোগ আনল নিসান
আপনি যদি মনে করে থাকেন দীপাবলি শেষ হওয়ার সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে আনন্দ, তবে সেটা ভুল ভাবনা। দীপাবলি শেষ হলেও অফার...আপনি যদি মনে করে থাকেন দীপাবলি শেষ হওয়ার সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে আনন্দ, তবে সেটা ভুল ভাবনা। দীপাবলি শেষ হলেও অফার নিয়ে দাঁড়িয়ে বিভিন্ন সংস্থা। যা শেষ হবে নভেম্বর চলে যাওয়ার সাথে সাথেই। বহু সংস্থাই ফেস্টিভ অফার চালু রেখেছে। ঠিক যেমন Nissan Motor India। জাপানি এই গাড়ি নির্মাতা গত মাসে ভারতে তাদের বেস্ট-সেলিং এসইউভি মডেল, Magnite এর অটোমেটিক ভ্যারিয়েন্ট (EZ-Shift) লঞ্চ করেছে। যার প্রারম্ভিক দাম ৬.৫০ লক্ষ টাকা (এক্স শোরুম) রাখা হয়েছিল। ফলে এটিই ভারতের সবচেয়ে সস্তা অটোমেটিক গিয়ারযুক্ত এসইউভির তকমা পেয়েছে। বড় খবর হল, উৎসবের মরসুম উপলক্ষে নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত ম্যাগনাইট অটোমেটিকের সব বুকিংয়ে পুরনো দামই প্রযোজ্য হবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক গাড়িটির খুঁটিনাটি।
Nissan Magnite Automatic: ইঞ্জিন স্পেসিফিকেশন
Nissan Magnite অটোমেটিক বা EZ-Shift ভ্যারিয়েন্ট ১.০ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিনে ছুটবে। সর্বোচ্চ ৭১ বিএইচপি এবং সর্বাধিক ৯৬ এনএম টর্ক জেনারেট হয় এই ইঞ্জিন থেকে। সঙ্গে ফাইভ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম যুক্ত। এছাড়াও গাড়িটি পাঁচ গতির ম্যানুয়াল সংস্করণেও উপলব্ধ রয়েছে। নিসানের দাবি, ম্যানুয়াল ভ্যারিয়েন্টে লিটার প্রতি ১৯.৩৫ কিমি এবং অটোমেটিক মডেল প্রতি লিটারে ১৯.৭০ কিমি মাইলেজ দেবে।
Nissan Magnite EZ-Shift: ভ্যারিয়েন্ট ও কালার স্কিম
Magnite EZ-Shift এর এএমটি ভ্যারিয়েন্টে রয়েছে নানাঅত্যাধুনিক ফিচার। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ডুয়েল ড্রাইভিং মোড, ইন্টেলিজেন্ট ক্রিপ্ট ফাংশন এবং আন্টি স্টল ও কিক ডাউন ফিচার। অটোমেটিক ভার্সন XE, XL, XV এবং XV প্রিমিয়াম ভ্যারিয়েন্টে কিনতে পাওয়া যাবে। এছাড়াও কয়েক মাস আগেই লঞ্চ হওয়া Magnite Kuro Special এডিশনও উপলব্ধ রয়েছে।
অন্যদিকে, Nissan Magnite কিন্তু পূর্বের মতোই ১.০ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিনেও উপলব্ধ রয়েছে। এক্ষেত্রে শুধু ফাইভ স্পিড ম্যানুয়াল এবং সিভিটি (CVT) অটোমেটিক গিয়ারবক্স। নিসানের এই গাড়ির জনপ্রিয়তার পেছনে অন্যতম বড় কারণ প্রশস্ত কেবিন। ফোর স্টার সেফটি রেটিং রয়েছে এই গাড়ির ঝুলিতে। ভারতে তৈরি নিসান ম্যাগনাইট বর্তমানে সেশেলস, বাংলাদেশ, উগান্ডা, ব্রুনেই, সৌদি আরব, আরব আমিরশাহী, ওমান, কাতার, বাহারিন এবং কুয়েত সহ বিশ্বের ১৫টি দেশে রপ্তানি হয়।