Nissan X-Trail: ফর্চুনারের স্টাইলে বিশাল চেহারার সেভেন সিটার গাড়ি লঞ্চ হল দেশে

ফোর্থ জেনারেশন নিসান এক্স-ট্রেল আজ ভারতে পা রাখল। ফর্চুনারের থেকেও বেশি দামে ভারতে লঞ্চ হয়েছে এটি। দাম রাখা হয়েছে ৪৯.৯২...
SUMAN 1 Aug 2024 8:16 PM IST

ফোর্থ জেনারেশন নিসান এক্স-ট্রেল আজ ভারতে পা রাখল। ফর্চুনারের থেকেও বেশি দামে ভারতে লঞ্চ হয়েছে এটি। দাম রাখা হয়েছে ৪৯.৯২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এক দশক পর ভারতের বাজারে প্রত্যাবর্তন করেছে এই সেভেন সিটার প্রিমিয়াম এসইউভি। সিবিইউ অর্থাৎ বাইরে ম্যানুফ্যাকচার করে ভারতে আনা হয়েছে এটি। যার ফলে কিনতে খরচও বেশি। বর্তমানে নিসানের সমস্ত ডিলারশিপে ১ লক্ষ টাকা জমা করে বুক করা যাচ্ছে।

প্রসঙ্গত, গত বছর নিসান এক্স-ট্রেল গাড়িটির ৪.৫০ লক্ষ ইউনিট বিক্রি হয়েছিল গ্লোবাল মার্কেটে। ফলে ২০২৩ সালে বিশ্বজুড়ে সর্বাধিক বিক্রিত পাঁচটি এসইউভির লিস্টে জায়গা করে নিয়েছিল এটি। এই মুহূর্তে ১৫০টি এক্স-ট্রেল ভারতীয়দের ডেলিভারি করার জন্য প্রস্তুত রেখেছে নিসান। কালার অপশন তিনটি — ডায়মন্ড ব্ল্যাক, শ্যাম্পেন সিলভার, ও সলিড হোয়াইট।

নিসান এক্স-ট্রেল: ইন্টেরিয়র ও ফিচার্স

নিসান এক্স-ট্রেল প্রচুর প্রিমিয়াম ফিচার্স পেয়েছে। অন্দরমহলে ফ্রিস্ট্যান্ডিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, প্যানোরামিক সানরুফ, ও অটো হোল্ড ফাংশন সহ ইলেকট্রনিক পার্কিং ব্রেক রয়েছে। এছাড়াও, অতিরিক্ত ফিচার্সের মধ্যে মিলবে ড্রাইভ মোড, ওয়্যারলেস চার্জিং, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, প্যাডেল শিফটার্স, সাতটি এয়ারব্যাগ, এবিএস ও ইবিডি, ফ্রন্ট পার্কিং সেন্সর, প্রভৃতি।

নিসান এক্স-ট্রেল ইঞ্জিন স্পেসিফিকেশন

নিসানের এই নতুন গাড়ি একটাই ইঞ্জিন অপশনে এসেছে, আর সেটা হল, ১.৫ লিটার থ্রি-সিলিন্ডার টার্বো পেট্রল ইউনিট। সঙ্গে ১২ ভোল্টের মাইল্ড-হাইব্রিড সিস্টেম মিলবে। পাওয়ারট্রেনটি ১৬১ বিএইচপি ও ৩০০ এনএম টর্ক উৎপাদন করে। দুঃখের বিষয় হল, নিসান এক্স-ট্রেল গাড়িটিকে শুধুমাত্র টু-হুইল ড্রাইভ সিস্টেমে অফার করছে।

Show Full Article
Next Story