Nitin Gadkari: কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী ভারতকে নিয়ে কী স্বপ্ন দেখেন? যা বললেন তিনি

চিরাচরিত শক্তির উৎস অর্থাৎ পেট্রোল ও ডিজেলের ভান্ডার যে সীমিত সে কথা আমাদের প্রায় প্রত্যেকেরই জানা। উপরন্তু আমাদের দেশে...
techgup 24 Aug 2022 11:09 AM IST

চিরাচরিত শক্তির উৎস অর্থাৎ পেট্রোল ও ডিজেলের ভান্ডার যে সীমিত সে কথা আমাদের প্রায় প্রত্যেকেরই জানা। উপরন্তু আমাদের দেশে ব্যবহৃত মোট জীবাশ্ম জ্বালানির মধ্যে সিংহভাগটাই বিদেশ থেকে আমদানি করা। আর সেই জন্যই আমদানি শুল্কের বিরাট বোঝা চাপে এই দামের উপর। আগামীতে এই প্রচলিত শক্তির উৎসের সংকটের কথা ভেবে ইতিমধ্যেই বিকল্প জ্বালানির উৎস সন্ধানে নেমেছে গোটা বিশ্ব। দিনরাত এক করে চলছে গবেষণার কাজ।

আর এই বিকল্প জ্বালানি হিসেবে গ্রীন হাইড্রোজেন এর ব্যবহার বাড়াতে তৎপর ভারত সহ গোটা বিশ্ব। সম্প্রতি সিভিল ইঞ্জিনিয়ার ও স্বনামধন্য প্রফেসরদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকরী সবুজ হাইড্রোজেনের প্রসার লাভের জন্য জোরদার সওয়াল করেন। আগামী দিনে কেজি প্রতি এক ডলার দরে ভারতবর্ষে গ্রীন হাইড্রোজেন পাওয়া যাবে, এই স্বপ্ন দেখেন বলে তিনি দাবি করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য, বায়োমাস, জৈব বর্জ্য ও নর্দমার বর্জ্য থেকে সবুজ হাইড্রোজেন তৈরি করা সম্ভব। এই কাজে রেল ও বিমান ব্যবস্থা এমনকি অটোমোবাইল ইন্ডাস্ট্রিকেও যুক্ত হওয়ার আহ্বান তিনি করেন। এর পাশাপাশি গডকরী বিকল্প জ্বালানি হিসেবে ইথানলের প্রসঙ্গ নিয়ে আসেন। তিনি বলেন বর্তমানে যে ইথানল পাওয়া যায় তার মূল্য ৬২ টাকা/লিটার হলেও তার ক্যালোরি ভ্যালু আদতে পেট্রোলের থেকে যথেষ্ট কম।

ভবিষ্যতে পেট্রোলের সমান ক্যালোরি ভ্যালুর ইথানল প্রস্তুত করার জন্য আমাদের দেশের সংস্থা ইন্ডিয়ান অয়েল ও রাশিয়ার বৈজ্ঞানিকগণ একযোগে নতুন প্রযুক্তির উদ্ভাবনের কাজে যুক্ত হয়েছে। তিনি দাবি করেন পেট্রোলিয়াম মন্ত্রক এই নতুন প্রযুক্তিকে ইতিমধ্যেই শিলমোহর দিয়েছে। গডকরী আরও বলেন, আগামী ২০২৪ এর মধ্যে আমাদের দেশে আমেরিকার সমতুল্য রাস্তার পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রণালয়। তিনি জোর দিয়ে বলেন যে আগামীতে নতুন পরিকাঠামো এবং পরিবেশবান্ধব জ্বালানি তৈরির ক্ষেত্রে আমাদের দেশ যথেষ্ট সক্ষম।

Show Full Article
Next Story