Royal Enfield-কে টেক্কা দিতে মহাজোট, দেশে Norton ব্র্যান্ডের মোটরসাইকেল আনছে TVS

ভারতের টু-হুইলারের সম্ভাবনাময় বাজারে ব্যবসার লোভ সংবরণ করতে কার্যত অক্ষম বহু বিদেশি সংস্থাই। এবারে ব্রিটেনের নর্টন মোটরসাইকেলস (Norton Motorcycles), দেশীয় কোম্পানি টিভিএস (TVS)-এর হাত ধরে…

ভারতের টু-হুইলারের সম্ভাবনাময় বাজারে ব্যবসার লোভ সংবরণ করতে কার্যত অক্ষম বহু বিদেশি সংস্থাই। এবারে ব্রিটেনের নর্টন মোটরসাইকেলস (Norton Motorcycles), দেশীয় কোম্পানি টিভিএস (TVS)-এর হাত ধরে ভারতে প্রবেশ করতে চলেছে। ২০২০-তে সংস্থাটি কিনে নিয়েছিল টিভিএস। যদিও সংস্থাদ্বয়ের তরফে এদেশে আসার বিষয়ে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোন বার্তা এসে পৌঁছানি। আসলে সম্প্রতি ভারতে নর্টন, কমব্যাট (Combat) নামের ট্রেডমার্ক দায়ের করেছে। জল্পনা শোনা যাচ্ছে, যা হতে পারে একটি ক্রুজার মোটরসাইকেল। ফলে আশা করা হচ্ছে, ব্রিটিশ সংস্থাটি এবারে এদেশে প্রবেশ করতে চলেছে। সূত্রের দাবি, টিভিএস-এর তৈরি মডেলটি Royal Enfield, Hero-Harley, ও Bajaj-Triuph এর বাইককে টেক্কা দিতেই আনা হচ্ছে।

TVS ভারতে Norton Combat নাম ট্রেডমার্ক করল

মনে করা হচ্ছে, Norton Combat হচ্ছে একটি নতুন ক্রুজার স্টাইলের মোটরসাইকেল। যার উন্নয়নের কাজ চালাচ্ছে টিভিএস মোটর কোম্পানি। নর্টনের ব্যাজ সমেত এদেশের জন্য এই প্রথম মডেল তৈরি করছে সংস্থাদ্বয়। এদিকে, টিভিএস কিছুদিন আগে এদেশে নতুন টু-হুইলারের ডিজাইনের পেটেন্ট দায়ের করেছিল।

Img 20230725 144707 1

ফাঁস হওয়া ছবিতে একটি ক্রুজার মোটরসাইকেল দেখা গিয়েছে। এতে রয়েছে একটি গোলাকৃতি হেডল্যাম্প, চওড়া হ্যান্ডেলবার, ইউএসডি ফর্ক এবং মোটা রাবার। আশা করা হচ্ছে, মোটরসাইকেলটি একটি ৫০০ সিসির এয়ার-ওয়েল কুল্ড ইঞ্জিন সমেত হাজির হতে পারে।

জল্পনাতে এও শোনা যাচ্ছে, টিভিএস একটি নতুন টুইন সিলিন্ডার ইঞ্জিন তৈরি করছে। যা রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসি মডেলগুলির সাথে টেক্কা নেবে। এটি থেকে প্রায় ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হতে পারে। এদিকে মাঝারি ওজনের মোটরসাইকেলের দুনিয়ায় সম্প্রতি Harley Davidson X440 ও Triumph Speed 400-এর লঞ্চ দেখে টিভিএস নয়া মডেল আনা পরিকল্পনা করছে। কারণ সংশ্লিষ্ট সেগমেন্টে তাদের Ronin বাইকটি বিশেষ সাড়া জাগাতে পারেনি।