ক্রেটা বা স্যান্ট্রো নয়, Hyundai এর একমাত্র গাড়ি এটাই যা 30 লাখের বেশি বিক্রি হয়েছে

প্যাসেঞ্জার ভেহিকেল বিক্রির নিরিখে ভারতে Maruti Suzuki-র পর দ্বিতীয় বৃহত্তম সংস্থা হিসেবে নিজেদের স্থান পোক্ত করেছে হুন্ডাই মোটর ইন্ডিয়া (Hyundai Motor India)। এসইউভি, হ্যাচব্যাক থেকে…

প্যাসেঞ্জার ভেহিকেল বিক্রির নিরিখে ভারতে Maruti Suzuki-র পর দ্বিতীয় বৃহত্তম সংস্থা হিসেবে নিজেদের স্থান পোক্ত করেছে হুন্ডাই মোটর ইন্ডিয়া (Hyundai Motor India)। এসইউভি, হ্যাচব্যাক থেকে শুরু করে সেডান ও ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে প্রচুর জনপ্রিয় মডেল রয়েছে তাদের। যার মধ্যে i10 Nios, Verna, Exter, Venue ও Creta উল্লেখযোগ্য নাম। কিন্তু জানেন কি ভারতে হুন্ডাইয়ের কোনটি বেস্ট সেলিং গাড়ি?

বহু মানুষ মনে করেন, Santro হচ্ছে হুন্ডাইয়ের সর্বাধিক বিক্রিত গাড়ি ভারতে। বাজারে যে এর বিপুল জনপ্রিয়তা রয়েছে সেই নিয়ে কোন সন্দেহ নেই। তবে জানিয়ে রাখি, এটি তাদের বেস্ট সেলিং মডেল নয়। এমনকি Hyundai i20 ও Hyundai Creta-ও সেই তকমা অর্জন করতে পারেনি। তাহলে কোনটি?

Hyundai i10 হচ্ছে ভারতে সংস্থার বেস্ট সেলিং গাড়ি

এদেশে বেস্ট সেলিং গাড়ির তকমা রয়েছে Hyundai i10 পরিবারের অধীনে। এই নাম ব্যবহার করে আজ পর্যন্ত তিনটি মডেল বিক্রি করেছে কোম্পানি – Hyundai i10, Hyundai Grand i10 ও Hyundai Grand i10 Nios। সেই ২০০৭ সালে গাড়িটি ভারতে প্রথম পথ চলা শুরু করেছিল। আর এখনও পর্যন্ত এটি ৩৩ লাখের বেশি বিক্রি হয়েছে।

জানিয়ে রাখি, ১৯৯৮-২০১৫ এবং ২০১৮-২০২২ এই দুই পর্যায়ে Hyundai Santro-র বিক্রির অঙ্ক ২০ লাখ পার করেছে। অন্যদিকে, ২০০৮ সালে লঞ্চ হয়েছিল Hyundai i20। এ পর্যন্ত এটি মোট ১৪ লাখ মানুষের পথ চলার সঙ্গী হয়ে উঠেছে। এছাড়া, Hyundai Creta ২০১৫-তে হাজির হয়ে ১০ লাখ ইউনিট বিক্রি মাইলফলক স্পর্শ করেছে। ভারতে এসইউভি গাড়ির সংজ্ঞা বদলে দিয়েছে এটি।

উল্লেখ্য, ভারতে Maruti Suzuki Alto একমাত্র গাড়ি যার ৫০ লাখ বিক্রি পার করেছে। সেদিক থেকে দেখতে গেলে Hyundai i10 কিছুটা পিছিয়েই রয়েছে। বর্তমানে Hyundai Grand i10 Nios-এর দাম ৫.৯২ লাখ থেকে শুরু হয়ে ৮.৫৬ লাখ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। ১.২ লিটার Kappa পেট্রোল ইঞ্জিনে ছোটে এই গাড়ি। এর আউটপুট ৮৩ পিএস এবং ১১৪ এনএম। রয়েছে ৫-গতির ম্যানুয়াল ট্রান্সমিশন। সিএনজি বিকল্পেও বেছে নেওয়া যায় এই গাড়ি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন