Oben Electric: ইলেকট্রিক বাইকে 60,000 টাকা ছাড়, সঙ্গে iPhone 15 জেতার সুযোগ

ভারতীয় ইভি টু-হুইলার স্টার্টআপ Oben Electric উৎসবের মরসুমের কথা মাথায় রেখে বিশেষ অফার নিয়ে হাজির হল। সংস্থাটি দশেরা...
SUMAN 26 Sept 2024 12:34 PM IST

ভারতীয় ইভি টু-হুইলার স্টার্টআপ Oben Electric উৎসবের মরসুমের কথা মাথায় রেখে বিশেষ অফার নিয়ে হাজির হল। সংস্থাটি দশেরা ফেস্টিভ অফারের ঘোষণা করেছে। ২৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে Oben Rorr ইলেকট্রিক বাইক কিনলে ৬০,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। এছাড়াও, নতুন আইফোন জেতার সুযোগ পাবেন ক্রেতারা।

Oben Rorr ইলেকট্রিক মোটরসাইকেলটি ১.৪৯ লক্ষ টাকায় বিক্রি হত। দশেরা অফার হিসাবে ই-বাইকটির দাম ৩০,০০০ টাকা কমানো হয়েছে। ফলে এটি এখন ১.১৯ লক্ষ টাকায় (এক্স-শোরুম) কেনা যাবে। আবার সংস্থার ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা গিয়েছে, পাঁচ জন ভাগ্যবান বিজেতা অতিরিক্ত ৩০,০০০ টাকার ডিসকাউন্ট ভাউচার পাবেন। ফলে সাশ্রয়ের অঙ্ক দাঁড়াবে ৬০,০০০ টাকায়।

Oben Rorr ই-বাইকটিতে ৫ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টিও অফার করা হচ্ছে। সঙ্গে iPhone 15, iPad Mini, ও Sony হেডফোন জেতার সুযোগ থাকছে। কোম্পানি ২৯ সেপ্টেম্বর তারিখে বেঙ্গালুরু, ২ অক্টোবর দিল্লি, এবং ৬ অক্টোবর পুণের শোরুমে 'দশেরা ধামাল ডে'-র আয়োজন করেছে। সেখানে অংশগ্রহণকারীরা ৬০,০০০ টাকা পর্যন্ত কম দামে মোটরসাইকেলটি বাড়ি আনতে পারবেন।

ওবেন রর ৪.৪ কিলোওয়াট আওয়ার এলএফপি ব্যাটারি সহ এসেছে, যা ফুল চার্জে ১৮৭ কিমি পর্যন্ত ছুটতে পারবে বলে দাবি সংস্থার। ৮ কিলোওয়াট ইলেকট্রিক মোটর একে ঘন্টায় ১০০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে সাহায্য করে। প্রতি ঘন্টায় ০-৪০ কিমি গতি তুলতে ৩ সেকেন্ড সময় লাগে। হোম চার্জারে ২ ঘন্টার মধ্যে ব্যাটারি ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে।

Show Full Article
Next Story
Share it