পেট্রল বাইকের থেকেও সস্তায় লঞ্চ হল নতুন ইলেকট্রিক বাইক, ফুল চার্জে যাবে ১৭৫ কিমি

Oben Rorr EZ Launched - নিও-ক্লাসিক ডিজাইনের আদলে তৈরি এই বাইকে পাবেন গোল এলইডি হেডলাইট এবং ফ্লোটিং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।

Suvrodeep Chakraborty 8 Nov 2024 11:48 AM IST

ইলেকট্রিক বাইকের বাজারে নতুন খেলোয়াড়ের আগমন। বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা ওবেন রর এদিন নতুন বাইক লঞ্চ করল দেশে। ইতিমধ্যে সেই বাইকের বুকিংও শুরু করে দিয়েছে সংস্থা। তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে এই ইলেকট্রিক মোটরসাইকেলের। মিলবে ৫ বছর ওয়ারেন্টি। সংস্থার আরও দাবি, বাইকটি ৮০ শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র ৪৫ মিনিট।

Oben Rorr EZ ইলেকট্রিক বাইকের দাম ও বুকিং

বাইকের দাম শুরু ৮৯,৯৯৯ টাকা থেকে। এটি এক্স-শোরুম দাম এবং সীমিত সময়ের জন্য থাকবে বলে জানিয়েছে সংস্থা। এটি অনলাইন ও অফলাইন দু’ভাবেই বুক করা যাবে। অফলাইনের ক্ষেত্রে যেতে হবে নিকটবর্তী সংস্থার শোরুমে। টোকেন মূল্য রাখা হয়েছে ২,৯৯৯ টাকা। তিনটি ভ্যারিয়েন্ট এবং চারটি রঙে পাওয়া যাবে ওবেন রর ইজেড ইলেকট্রিক বাইক।

Oben Rorr EZ ইলেকট্রিক বাইকের রেঞ্জ, চার্জিং সময় ও ফিচার্স

নিও-ক্লাসিক ডিজাইনের আদলে তৈরি এই বাইকে পাবেন গোল এলইডি হেডলাইট এবং ফ্লোটিং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। হার্ডওয়্যারের ক্ষেত্রে রয়েছে মাল্টি স্পোক অ্যালয় হুইল, টেলিস্কোপিক ফর্ক ও মিনি শক সাসপেনশন এবং দু'চাকাতেই ডিস্ক ব্রেক। এই বাইকে তিন ধরনের ব্যাটারি বাছতে পারবেন ক্রেতারা ৷ ২.৬ কিলোওয়াট আওয়ার ও ৩.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারির রেঞ্জ যথাক্রমে ১১০ কিলোমিটার এবং ১৪০ কিলোমিটার। আর টপ মডেলের ব্যাটারি ক্যাপাসিটি ৪.৪ কিলোওয়াট আওয়ার। এলএফপি ব্যাটারি প্রযুক্তি রয়েছে বাইকে।

তিন ভ্যারিয়েন্টেরই সর্বোচ্চ গতি ৯৫ কিমি প্রতি ঘণ্টা। ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেয় ৩.৩ সেকেন্ড। সংস্থার দাবি অনুযায়ী, ফুল চার্জে বাইকের টপ ভ্যারিয়েন্ট রেঞ্জ ১৭৫ কিলোমিটার। এটি সর্বাধিক ৫২ এনএম টর্ক শক্তি উৎপন্ন করতে পারে বলে জানা গিয়েছে।

ফিচারের ক্ষেত্রে পাওয়া যাবে এলইডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, জিও-ফেনসিং, থেফট প্রোটেকশন এবং তিনটি রাইডিং মোড - ইকো, সিটি এবং হ্যাভক। সংস্থার দাবি অনুযায়ী, বাইকের ব্যাটারি ৮০ শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র ৪৫ মিনিট। ক্রেতারা এই বাইকটি কম্প্রিহেনসিভ ওয়ারেন্টি প্যাকেজের সঙ্গে কিনতে পারবেন। যেখানে ৫ বছর/৭৫,০০০ কিলোমিটার কভারেজ পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা।

Show Full Article
Next Story