ইলেকট্রিক স্কুটার ও বাইকে দীপাবলির ছাড়, ক্যাশ ডিসকাউন্ট সহ পাবেন ফ্রি অ্যাক্সেসরিজ

দীপাবলির আলোর রোশনাইয়ে মেতে উঠতে প্রস্তুত গোটা দেশ। সর্বত্রই যেন সাজো সাজো রব। দীপাবলি উপলক্ষে Odysse Electric Vehicle...
techgup 8 Nov 2023 11:32 AM IST

দীপাবলির আলোর রোশনাইয়ে মেতে উঠতে প্রস্তুত গোটা দেশ। সর্বত্রই যেন সাজো সাজো রব। দীপাবলি উপলক্ষে Odysse Electric Vehicle ক্রেতাদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় সব অফার। লিমিটেড টাইম এই স্কিমে ৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট ও ২৫০০ টাকা পর্যন্ত বিনামূল্যে অ্যাক্সেসরিজ প্রাপ্তির সুযোগ থাকছে।

মুম্বাই কেন্দ্রিক স্টার্টআপ সংস্থা হল Odysse বিভিন্ন ব্যাটারি পরিচালিত টু-হুইলার মডেল বিক্রি করে থাকে। তাদের ঝুলিতে রয়েছে একঝাঁচক ইলেকট্রিক বাইক ও চারটি ইলেকট্রিক স্কুটার। যাদের নাম যথাক্রমে- Vader, Evoqis, Hawk, E2Go, E2Go+, V2, V2+ এবং Trot।

Vader হল একটি পূর্ণাঙ্গ ইলেকট্রিক মোটরসাইকেল। এতে রয়েছে ৭ ইঞ্চির অ্যান্ড্রয়েড ডিসপ্লে, চারটি ড্রাইভ মোড, ১৮ লিটার বুট স্পেস, গুগল ম্যাপ নেভিগেশন সহ আরো আকর্ষণীয় সব ফিচার। অন্যদিকে, Evoqis এর একটি উল্লেখযোগ্য ফিচার হলো চাবি ছাড়া স্টার্ট দেওয়ার ব্যবস্থা, অ্যান্টিথেফ্ট লক এবং মোটর কাট অফ সুইচ। উপরন্তু এক্ষেত্রেও চার ধরনের ড্রাইভিং মোড উপলব্ধ রয়েছে।

এবার সংস্থার ইলেকট্রিক স্কুটারে নজর দিলে প্রথমেই নাম আসে যে মডেলটির তা হল- Hawk। এটি ভারতের প্রথম ই-স্কুটার যা ক্রুজ কন্ট্রোল এবং মিউজিক সিস্টেম অফার করে। অন্যদিকে E2Go ও E2Go+ ই-স্কুটারে পোর্টেবল ব্যাটারি, ইউএসবি চার্জিং, ডিজিটাল স্পিডোমিটার এবং চাবি ছাড়া স্টার্ট দেওয়ার অপশন দেওয়া হয়েছে। এছাড়া, ওয়াটার প্রুফ মোটর, বড় স্টোরেজ স্পেস, ডুয়েল ব্যাটারি এবং এলইডি লাইট এর মত ফিচার নিয়ে এসেছে V2 এবং V2+ মডেল দুটি। সবশেষে রয়েছে Trot। এটি সর্বোচ্চ ২৫০ কেজি ওজন নিয়ে চলতে সক্ষম। লাস্ট মাইল ডেলিভারি করার কাজে উপযুক্ত এটি।

প্রসঙ্গত, সম্প্রতি E2Go মডেলটির নতুন Graphene ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে, যাহ লঞ্চ হয়েছে, যাহ এক্স শোরুম মূল্য ৬৩,৬৫০ টাকা। এটির রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। এমনকি লাইসেন্স ছাড়াও চালানো সম্ভব। মূলত লো স্পিড মডেল হওয়ার কারণেই এই সুবিধা। পুরোপুরি চার্জ থাকা অবস্থায় E2Go Graphene প্রায় ১০০ কিমি পর্যন্ত রাস্তা পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে প্রায় ৮ ঘন্টা।

স্কুটারটিতে রয়েছে বিভিন্ন অত্যাধুনিক ফিচার। যেমন- ইউএসবি চার্জিং, ডিজিটাল স্পিডোমিটার, চাবি ছাড়া ইঞ্জিন স্টার্ট দেওয়ার ব্যবস্থা, অ্যান্টিথেফ্ট লক ইত্যাদি। ম্যাট ব্ল্যাক, কমব্যাট রেড, স্কারলেট রেড, টিল গ্রিন, অ্যাজিওর ব্লু এবং কমব্যাট ব্লু কারাল অপশনের মধ্যে গ্রাহকরা তার পছন্দের রং বেছে নিতে পারবেন।

Show Full Article
Next Story