বিনা খরচে 4 দিন থাইল্যান্ড বেড়ানোর সুযোগ, বর্ষায় বাম্পার অফার নিয়ে হাজির Okaya EV

বর্ষা আসতেই ইলেকট্রিক স্কুটারে মনসুন ক্যাশব্যাক স্কিমের ঘোষণা করল ওকায়া ইভি (Okaya EV)। সংস্থার সূত্রে জানানো হয়েছে,...
SUMAN 29 Jun 2023 6:50 PM IST

বর্ষা আসতেই ইলেকট্রিক স্কুটারে মনসুন ক্যাশব্যাক স্কিমের ঘোষণা করল ওকায়া ইভি (Okaya EV)। সংস্থার সূত্রে জানানো হয়েছে, ৩১ জুলাই পর্যন্ত বৈধ এই অফার। তাদের Faast সিরিজের স্কুটার কিনলে এই আকর্ষণীয় ক্যাশব্যাক অফার মিলবে বলে জানিয়েছে ওকায়া। তবে সবচেয়ে ধামাকা অফার হল ভাগ্যবান ক্রেতারা ৫০,০০০ টাকা মূল্যের চারদিন/তিনরাত্রির থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পাবেন ।

Okaya Faast সিরিজের স্কুটার কিনলে ফ্রি থাইল্যান্ড ট্রিপ

এই অফারের সাথে ক্রেতারা আবার ৫,০০০, ২,০০০, ১,৫০০, ১,০০০ এবং ৫০০ টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন। তবে ভাগ্যবান বিজেতারাই ৫০,০০০ টাকা মূল্যের থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পাবেন। এই অফার একজন ব্যক্তির উপরেই প্রযোজ্য। থাইল্যান্ড ট্রিপের সুযোগ পেতে হলে ক্রেতাদের একটি Okaya EV Faast সিরিজ ইলেকট্রিক স্কুটার কিনতে হবে। যার মধ্যে রয়েছে – Faast F4, Faast F3, F2B এবং F2T।

এই অফারের পাশাপাশি সংস্থাটি সম্প্রতি তাদের ইলেকট্রিক স্কুটারের মূল্য বৃদ্ধির কথাও ঘোষণা করেছে। আসলে ফেম-২ স্কিম থেকে সরকারের ভর্তুকি কমানোর ঘটনার পর মূল্য বৃদ্ধির পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ওকায়া। Faast সিরিজের উপরিউক্ত প্রতিটি মডেলের দামই বাড়ানো হয়েছে।

ওকায়া ইভি একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, সরকারের ভর্তুকি কমানোর কারণে মূল্যবৃদ্ধি ঘটানো প্রয়োজন হয়ে পড়েছিল। নতুন মূল্যের ঘোষণার পর বর্তমানে Faast F4, Faast F3, F2B এবং F2T কিনতে খরচ পড়বে যথাক্রমে ১,৩৯,৯৫১ টাকা (আগে ছিল ১,১৩,৯৯৯ টাকা) , ১,২৯,৯৪৮ টাকা (আগে ছিল ১,০৪,৯৯৯ টাকা), ১,১০,৭৪৫ টাকা (আগে ছিল ৯৪,৯৯৯ টাকা) এবং ১,০৭,৯০৩ টাকা (আগে ছিল ৯১,৯৯৯ টাকা)।

সংস্থার তরফে জানানো হয়েছে সরকার ভর্তুকি কমানোর পূর্বে Faast F4-এ ৬৬,০০০ টাকার ইনসেন্টিভ পাওয়া যেত। বর্তমানে ছাড়ের পরিমাণ কমে দাঁড়িয়েছে ২২,৫০০ টাকা। যে কারণে সার্বিকভাবে ইলেকট্রিক স্কুটারের দাম বৃদ্ধি পেয়েছে।

Show Full Article
Next Story