Electric Scooter: ডাউনপেমেন্টের গল্পই নেই, প্রসেসিং ফি জিরো, বিশাল চমক নিয়ে হাজির এই সংস্থা

ভারতের বাজারে যেমন বৈদ্যুতিক টু হুইলারের সম্ভার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তেমনই এগুলি সহজ উপায়ে ক্রেতাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছে কোম্পানিগুলি। এদিকে সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারের…

ভারতের বাজারে যেমন বৈদ্যুতিক টু হুইলারের সম্ভার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তেমনই এগুলি সহজ উপায়ে ক্রেতাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছে কোম্পানিগুলি। এদিকে সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারের ভর্তুকি কমানোর ফলে ইলেকট্রিক স্কুটারের দাম এক ধাক্কায় অনেকটা বেড়েছে। যা সামাল দিতেও সহজ কিস্তিতে ক্রেতাদের হাতে ই-স্কুটার তুলে দেওয়ার পথ অবলম্বন করছে সংস্থাগুলি। এবারে যেমন ওকায়া ইভি (Okaya EV) ১২টি লোন প্রদানকারী সংস্থার সাথে গাঁটছড়া বন্ধনের কথা ঘোষণা করল।

সহজ কিস্তিতে ইলেকট্রিক স্কুটার বিক্রিতে নতুন পদক্ষেপ Okaya EV-র

HDFC, Axis, IDFC, Loan Tap, Bike Bazaar সহ আরও অন্যান্য সংস্থার সাথে হাত মিলিয়েছে ওকায়া। যার তাদের ইলেকট্রিক স্কুটার কিনতে সহজ কিস্তিতে লোন দেবে। ফলে আরও বেশি সংখ্যক ক্রেতা এগুলি কিনতে পারবেন বলে বিশ্বাস সংস্থার। ক্রেতাদের হাতে লোনে স্কুটারের চাবি তুলে দেওয়ার ক্ষেত্রে নূন্যতম ৫.৯৯% সুদের হার ধার্য করা হয়েছে।

ক্রেতারা চাইলে কোনোরকম ডাউনপেমেন্ট ছাড়াই স্কুটার কিনতে পারবেন। এমনকি শূন্য প্রসেসিং ফি-তেও বেছে নেওয়া যাবে। সর্বোচ্চ ৪৮ মাস অর্থাৎ চার ছরের জন্য লোন পরিশোধের সময়কাল অফার করা হচ্ছে ক্রেতাদের। মাত্র ৩০ মিনিটে লোন দেওয়ার ব্যবস্থা রেখেছে ওকায়া। এই প্রসঙ্গে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আনশুল গুপ্তা বলেন, “আমরা ১২টি আর্থিক প্রতিষ্ঠানের সাথে জোট বাঁধতে পেরে আপ্লুত। এর ফলে আমরা ক্রেতাদের ইলেকট্রিক স্কুটার কেনার সেরা ফাইন্যান্সিং বিকল্প অফার করতে পারব। বৈদ্যুতিক যানবাহনের বিক্রিবৃদ্ধির ক্ষেত্রে এটি আমাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

Okaya Ev Finance

প্রসঙ্গত,ভারতে বর্তমানে ওকায়া ইভি-র ৫৫০-এর বেশি ডিলারশিপ থেকে দু’চাকার বৈদ্যুতিক গাড়ি কিনতে পাওয়া যায়। সংস্থার লাইনআপে দ্রুত এবং ধীর – উভয় গতির ইলেকট্রিক স্কুটার বর্তমান। এদের মধ্যে রয়েছে – ClassIQ+, Freedom, Faast F2F, Faast F3, Faast F4 ইত্যাদি।