Okaya Motofaast: 7 ইঞ্চির বিশাল টাচস্ক্রিন ও 120 কিমি মাইলেজের চমৎকার ইলেকট্রিক স্কুটার আনল ওকায়া ইভি

উৎসবের মরসুমে ক্রেতাদের খুশ করে বিক্রিবাটা বাড়িয়ে নিতে ইভি (Okaya EV) এক দারুণ স্টাইলিশ ইলেকট্রিক স্কুটার উন্মোচন করল।...
SUMAN 6 Oct 2023 2:55 PM IST

উৎসবের মরসুমে ক্রেতাদের খুশ করে বিক্রিবাটা বাড়িয়ে নিতে ইভি (Okaya EV) এক দারুণ স্টাইলিশ ইলেকট্রিক স্কুটার উন্মোচন করল। মডেলটির নামকরণ হয়েছে Motofaast। ইতিমধ্যেই ই-স্কুটারটির অগ্রিম বুকিং নেওয়া শুরু করেছে কোম্পানি। ভারতের বাজারে লঞ্চ হবে খুব তাড়াতাড়িই। যদিও সংস্থা এখনও পর্যন্ত Motofaast-এর দাম ঘোষণা করেনি। তবে শোনা যাচ্ছে মূল্য ১.৫০ লাখের কম রাখা হবে।

Okaya EV Motofaast ইলেকট্রিক স্কুটার

Okaya EV Motofaast-এর সর্বোচ্চ গতিবেগ হবে প্রতি ঘন্টায় ৭০ কিলোমিটার। আজকের দিনে দাঁড়িয়ে শহুরে রাস্তায় চলাচলের জন্য যা আদর্শ। ওকায়া দাবি করেছে, তাদের এই মডেলটি সম্পূর্ণ চার্জে ১২০ কিলোমিটার পর্যন্ত পথ দৌড়তে পারবে। অর্থাৎ নিত্যদিন যাতায়াতের জন্য বেশ স্বাচ্ছন্দ দেবে। সিটের নিচে প্রথম এলপিএফ ব্যাটারি লম্বালম্বি ভাবে রাখা, যেখানে আরেকটি ব্যাটারি প্যাক স্থান পেয়েছে ফ্লোরবোর্ডের নিচে।

ওকায়া ইভি তাদের মোটোফাস্ট মডেলটি পাঁচটি কালার অপশনে অফার করছে – সায়ান, ব্ল্যাক, গ্রীন, রেড এবং গ্রে। স্কুটারটি থেকে উৎপন্ন পাওয়ার সম্পর্কিত কোন তথ্য এখনও অফিশিয়ালি জানায়নি কোম্পানি। তবে ইলেকট্রিক মোটরটি হাব মাউন্টেড হবে বলে নিশ্চিত করা হয়েছে। অ্যালয় হুইল থাকার কারণে টিউবলেস টায়ার অফার করা হতে পারে। ফলে চাকা পাংচার হলেও ঠিক করতে বেশি কষ্ট করতে হবে না।

Okaya EV Motofaast-এর বিশেষ ফিচার্সের কথা বললে, এটি ৭ ইঞ্চি সমেত এসেছে, যেখানে স্পিড, ওডোমিটার, ট্রিপ মিটার, রাইডিং মোড, টাইম এবং ব্যাটারি পার্সেন্টেজ ভেসে উঠবে। অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে এতে অফার করা হচ্ছে এলইডি হেড ল্যাম্প এবং টার্ন ইন্ডিকেটর। সামনে ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেক বর্তমান। এছাড়া, সাসপেনশনের দায়িত্ব সামলাতে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে শক অ্যাবসর্বার দেওয়া হয়েছে।

Show Full Article
Next Story