Okaya Motofaast: ফুল চার্জে ছুটবে 130 কিমি, চতুর্থীতে লঞ্চ হল নজরকাড়া ই-স্কুটার
নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চের ইঙ্গিত আগেই দিয়েছিল ওকায়া ইভি (Okaya EV)। অবশেষে তা আজ বাস্তবায়িত হল। Okaya Motofaast...নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চের ইঙ্গিত আগেই দিয়েছিল ওকায়া ইভি (Okaya EV)। অবশেষে তা আজ বাস্তবায়িত হল। Okaya Motofaast ই-স্কুটারটি চতুর্থীর দিন ভারতের বাজারে হাজির হল। সংস্থার বক্তব্য, মডেলটি মোটরসাইকেল এবং স্কুটার উভয়ের বৈশিষ্ট্য বহন করছে। দাম ১,৩৬,৯৯৯ টাকা (এক্স-শোরুম) স্থির করেছে ওকায়া। এখন ২,৫০০ টাকার বিনিময়ে স্কুটারটি বুক করা যাচ্ছে। আগামী মাস থেকে সর্বপ্রথম দিল্লি এবং জয়পুরে ডেলিভারি চালু হবে বলে জানিয়েছে কোম্পানি।
Okaya Motofaast লঞ্চ হল
Motofaast-এ রয়েছে এলপিএফ প্রযুক্তির একটি ডুয়েল ব্যাটারি সিস্টেম। সবমিলিয়ে যার সক্ষমতা ৩.৫৩ কিলোওয়াট আওয়ার। এটি সম্পূর্ণ চার্জ হতে চার থেকে পাঁচ ঘন্টা সময় নেবে। সংস্থার দাবি, স্কুটারটি সম্পূর্ণ চার্জে ১১০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত পথ ছুটতে পারবে। ইলেকট্রিক মোটরটি থেকে সর্বোচ্চ ২৩০০ ওয়াট শক্তি উৎপন্ন হবে। প্রতি ঘন্টায় এটি ৭০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলবে।
Okaya Motofaast-তে ইকো, সিটি এবং স্পোর্টস – এই তিন রাইডিং মোড উপলব্ধ রয়েছে। আবার IP67 রেটিং প্রাপ্ত এটি ধূলোবালি ও জল প্রতিরোধ করবে। আবার উচ্চ তাপমাত্রা উৎপন্ন হওয়ার ফলে দুর্ঘটনা ঘটার ৫ মিনিট আগেই এতে উপস্থিত বাজ়ার চালককে সতর্ক করবে।
Okaya Motofaast-তে ফিচার হিসেবে উপস্থিত একটি ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এটি নিরবচ্ছিন্নভাবে চলতে দেওয়া হয়েছে ২ গিগাহার্টজ প্রসেসর এবং ৩ জিবি র্যাম। এছাড়া রয়েছে ওকায়া ইভি অ্যাপ্লিকেশন, জিপিএস নেভিগেশন, দু’চাকায় কম্বি ডিস্ক ব্রেকিং সিস্টেম, ১২ ইঞ্চি টিউবলেস টায়ার, ডায়মন্ড কাট ও ভেহিকেল স্ট্যাট। সাসপেনশনের দায়িত্ব পালন করতে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং স্প্রিং লোডেড হাইড্রলিক রিয়ার শক অ্যাবজর্বার উপস্থিত।