Ola S1 Pro নাকি নতুন Okaya Motofaast, কার মাইলেজ বেশি, কার দাম সস্তা, থাকল সমস্ত তথ্য
ভারতে সদ্য Okaya Motofaast ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে ১.৩৭ লাখ টাকা (এক্স-শোরুম)। স্কুটারটি...ভারতে সদ্য Okaya Motofaast ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে ১.৩৭ লাখ টাকা (এক্স-শোরুম)। স্কুটারটি সাতটি রঙের বিকল্পে উপলব্ধ। এর সাথেই রয়েছে নজরকাড়ার মতো গ্রাফিক্স। এদিকে দামের দিক থেকে প্রথম প্রজন্মের Ola S1 Pro-এর সাথে প্রতিদ্বন্দ্বিতায় শামিল হয়েছে Motofaast। এখন বিষয় হচ্ছে, কোনটির কার থেকে এগিয়ে? এর উত্তর এই প্রতিবেদনে খুঁজে নেব আমরা।
Ola S1 Pro-এর ডিজাইন অধিক দর্শনীয়
Okaya Motofaast-এ আছে ধারালো ডিজাইন ও সাথে অ্যাপ্রন-মাউন্টেড এলইডি হেডল্যাম্প, একটি চওড়া হ্যান্ডেলবার, একটি ৭-ইঞ্চি ইন্সট্রুমেন্ট প্যানেল অ্যাঙ্গুলার মিরর, সিঙ্গেল পিস সিট, একটি ফ্ল্যাট ফুটবোর্ড এবং ১২ ইঞ্চি ডিজাইনার হুইল।
অন্যদিকে Ola S1 Pro-তে রয়েছে একটি ডুয়েল পড স্মাইলি-আকৃতির এলইডি হেডলাইট, একটি ফ্ল্যাট ফুট বোর্ড, ফ্ল্যাট টাইপ সিট, একটি ৭-ইঞ্চি টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ১২ ইঞ্চি অ্যালয় হুইল।
উভয় স্কুটারেই কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম ও ডিস্ক ব্রেক উপস্থিত
সুরক্ষা নিশ্চিত করতে Okaya Motofaast ও Ola S1 Pro-তে দেওয়া হয়েছে উভয় চাকায় ডিস্ক ব্রেক ও কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা সিবিএস। হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে এগুলি বিশেষ ভূমিকা পালন করে। প্রথমটিতে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল রিয়ার শক অ্যাবসর্বার। যেখানে পরবর্তী স্কুটারটি সিঙ্গেল সাইডেড ফ্রন্ট ফর্ক ও মোনোশক ইউনিটে ছোটে।
S1 Pro উন্নততর রাইডিং রেঞ্জ দেয়
এগিয়ে চলার শক্তি জোগাতে Okaya Motofaast-এ উপস্থিত একটি ২.৩ কিলোওয়াট হাব-মাউন্টেড ইলেকট্রিক মোটর এবং একটি ৩.৫৩ কিলোওয়াট আওয়ার ডুয়েল ব্যাটারি সিস্টেম। সম্পূর্ণ চার্জে যা ১৩০ কিলোমিটার রেঞ্জ প্রদানের প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে, Ola S1 Pro-তে রয়েছে একটি ৮.৫ কিলোওয়াট সেন্ট্রালি মাউন্টেড ইলেকট্রিক মোটর এবং একটি ৩.৯৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। এই মডেলটির রেঞ্জ ১৮১ কিলোমিটার।
কোনটি কিনলে লাভবান হবেন?
ভারতে Okaya Motofaast-এর দাম ১.৩৭ লাখ টাকা ধার্য করা হয়েছে। যেখানে প্রথম প্রজন্মের Ola S1 Pro কিনতে খরচ পড়ে ১.৪০ লাখ টাকা। দুটিই এক্স-শোরুম মূল্য ধরে। আমাদের পরামর্শ অনুযায়ী, ওলার স্কুটারটি প্রতিপক্ষ মডেলটির তুলনায় এগিয়ে। কারণ এতে মেলে বেশি রেঞ্জ, আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী পাওয়ারট্রেন।