12,500 টাকা ছাড়ে কিনে ফেলুন নতুন Electric Scooter, কে দিচ্ছে এমন মহালুট অফার

পেট্রলের চড়া দামের কারণে ইলেকট্রিক স্কুটারের প্রতি আগ্রহ বাড়ছে ক্রেতাদের। তাদের আরও আকর্ষিত করতে ভ্যালেন্টাইনস ডে...
SUMAN 15 Feb 2023 8:20 PM IST

পেট্রলের চড়া দামের কারণে ইলেকট্রিক স্কুটারের প্রতি আগ্রহ বাড়ছে ক্রেতাদের। তাদের আরও আকর্ষিত করতে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে মহা ডিসকাউন্ট অফারের ঘোষণা করেছিল ওকিনাওয়া অটোটেক (Okinawa Autotech)। তাদের বাছাই করা কয়েকটি বৈদ্যুতিক স্কুটারে ১২,৫০০ টাকা পর্যন্ত ছাড় চলছিল।

সেই অফার আজ রাত ১২টা পর্যন্ত বৈধ। তার পরেই ছাড়ের সুবিধা আর নেওয়া যাবে না। ভারতে সংস্থার ৫৪২-এর বেশি টাচপয়েন্ট থেকে নির্দিষ্ট মডেলগুলির উপর ভ্যালেন্টাইনস ডে অফারের সুবিধা পাওয়া যাচ্ছিল বলে জানা গিয়েছে। ওকিনাওয়া ডিসকাউন্ট স্কিমের লিস্টে iPraise+, Ridge+, i30 এবং Lite মডেল অর্ন্তভুক্ত।

উপরন্তু কোম্পানিটি ইতিমধ্যেই এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্রোগ্রাম লঞ্চ করেছে। যা মার্কিন সংস্থা অ্যাসিউরেন্ট ইনকর্পোরেটেড (Assurant Inc)-এর সাথে যৌথভাবে আনা হয়েছে। এই ওয়ারেন্টি প্রোগ্রামের আওতায় টু-হুইলারের ট্রাকশন মোটর, কন্ট্রোলার, ডিসি ডিসি কনভার্টার এবং চার্জারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আবার ওকিনাওয়া প্রথম সংস্থা হিসেবে অয়্যারিং হার্নেস এবং ফ্রেম আসেম্বলির ওপর ওয়ারেন্টি দিচ্ছে। স্কুটারে ওয়ারেন্টি বাড়াতে হলে নূন্যতম ২,২৮৭ টাকা প্রয়োজন। যেখানে এর সর্বাধিক অঙ্কটি হল ৫,৪৯৪ টাকা। মডেল ভেদে খরচের অঙ্ক নির্ভর করবে।তবে কেবল নতুন গ্রাহকরা এই সুবিধা পাবেন তা নয়। যে যারা ওকিনাওয়ার তৈরি ইলেকট্রিক স্কুটার বিগত তিন বছরের মধ্যে কিনেছেন তারাও পাবেন ওয়ারেন্টি বাড়িয়ে নেওয়ার সুবিধা।

Show Full Article
Next Story