Okinawa নতুন শোরুম খুলল, বৈদ্যুতিক স্কুটার কেমন ভাবে তৈরি হয় স্বচক্ষে দেখতে পারবেন ক্রেতারা

বর্তমানে দেশের বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার সংস্থা ওকিনাওয়া অটোটেক (Okinawa Autotech)। বিক্রির নিরিখে সংস্থাটি...
SUMAN 27 July 2022 11:11 AM IST

বর্তমানে দেশের বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার সংস্থা ওকিনাওয়া অটোটেক (Okinawa Autotech)। বিক্রির নিরিখে সংস্থাটি প্রতিপক্ষদের ধারে কাছে ঘেষতে দিচ্ছে না। আবার সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত তাদের মোট ৪৯,১৯৬টি ইলেকট্রিক স্কুটার বিক্রি হওয়ার ফলে বছরের প্রথমার্ধে শীর্ষস্থান দখল করেছে ওকিনাওয়া। বিক্রির এই ধারা আগামীতেও বজায় রাখতে নভি মুম্বইয়ের নেরুলে সংস্থাটি তাদের অপর একটি গ্যালাক্সি শোরুমের উদ্বোধন করল।

নতুন শোরুমের প্রসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও জিতেন্দর শর্মা মন্তব্য করেন, “আমরা মহারাষ্ট্রের নেরুলে নতুন ফিউচারিস্টিক গ্যালাক্সি শোরুম উদ্বোধন করতে পেরে আনন্দিত। মহারাষ্ট্রে এক্সক্লুসিভ এক্সপিরিয়েন্স কেন্দ্রের উদ্বোধনের কারণ যাতে গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দেওয়া যায়।” সংস্থাটি জানিয়েছে, গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। তারপর স্কুটারের বিক্রিকে প্রাধান্য দেওয়া হয়।

ইলেকট্রিক টু-হুইলারের প্রতি গ্রাহকদের ধারণা উন্নত করতে এবং পরবর্তী প্রজন্মের ই-স্কুটার বিক্রিতে নজির স্থাপন করতে চাইছে ওকিনাওয়া। স্কুটার কিভাবে তৈরি হয়, তা এই নতুন শোরুম থেকে গ্রাহকদের সামনে দৃশ্যত উপস্থাপন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্কুটারপ্রেমীদের সামনে সংস্থার উচ্চ এবং ধীরগতির মডেলগুলি মেলে ধরা হয়েছিল। যাতে প্রয়োজন ও পছন্দমত গ্রাহকরা স্কুটার বেছে নিতে পারেন।

গ্যালাক্সি স্টোর থেকে স্কুটারের কারিগরি সম্পর্কে গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতে বিভিন্ন ভিডিয়ো ক্লিপ দেখানো হবে। তাদের স্কুটারের প্রতি ক্রেতাদের ভরসা অর্জন করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এমনকি ক্রেতারা চাইলে বিভিন্ন যন্ত্রাংশ যেমন ব্যাটারি, মোটর, চ্যাসিস একদম সামনে খতিয়ে দেখার সুযোগ পাবেন বলে জানিয়েছে ওকিনাওয়া।

Show Full Article
Next Story