Okinawa: অনবদ্য ফিচার্সের সঙ্গে হাজির নতুন ইলেকট্রিক স্কুটার, চোখ কপালে উঠবে মাইলেজ শুনলে
দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক দু'চাকা গাড়ি নির্মাতাদের মধ্যে অন্যতম ওকিনাওয়া অটোটেক (Okinawa Autotech)। গত বছর সংস্থাটির...দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক দু'চাকা গাড়ি নির্মাতাদের মধ্যে অন্যতম ওকিনাওয়া অটোটেক (Okinawa Autotech)। গত বছর সংস্থাটির মোটরসাইকেলের মতো বড় চাকা ও বিশাল রেঞ্জ সহ Okhi-90 নামে এক নতুন ফ্ল্যাগশিপ মডেল লঞ্চ করে খবরের শিরোনামে এসেছিল। আর আজ প্রায় ১৬ মাস পর ইলেকট্রিক স্কুটারটির আপডেটেড ভার্সন লঞ্চ হয়েছে। AIS-156-3 বিধি মেনে ব্যাটারি প্যাক, নতুন প্রজন্মের মোটর এবং অত্যাধুনিক সহ কানেক্টিভিটি ফিচার সমেত হাজির হয়েছে এটি। ই-স্কুটারটির মোটরে এনকোডার ব্যবস্থা থাকার ফলে উন্নত ড্রাইভিংয়ের অভিজ্ঞতা এবং সহজ সার্ভিসিংয়ের সুবিধা মিলবে। Okhi-90-র দাম আগের মতই ১.৮৬ লাখ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে ডেলিভারি।
Okinawa Okhi-90 ইলেকট্রিক স্কুটারের নতুন ভার্সন লঞ্চ
নতুন Okhi-90-তে দেওয়া হয়েছে বিল্ট ইন নেভিগেশন সিস্টেম সহ রঙিন ডিজিটাল স্পিডোমিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, কল অ্যান্ড নোটিফিকেশন অ্যালার্ট, টাইম ডিসপ্লে, এবং মিউজিক নোটিফিকেশন। উপরন্তু ইলেকট্রিক স্কুটারটি মোবাইল অ্যাপ কানেক্টিভিটি, রিয়েল টাইম ব্যাটারি SOC মনিটরিং এবং অন/অফ নোটিফিকেশন সমর্থন করবে।
ভারতের রাস্তায় কথা চিন্তা করে ২০২৩ ওখি-৯০ স্কুটারে দেওয়া হয়েছে ১৭৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এছাড়া রয়েছে অটোকাট ফাংশন সমেত মাইক্রো চার্জার এবং রি-জেনারেটিভ এনার্জি সহ ইলেকট্রনিক অ্যাসিস্ট ব্রেকিং সিস্টেম। ব্যাটারি চালিত স্কুটারটি ফুল চার্জে ১৬০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি সংস্থার। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার।
অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার হিসাবে স্কুটারটিতে রয়েছে জিপিএস সেন্সিং, রিয়েল টাইম পজিশনিং, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম জিও ফেন্সিং এবং টার্ন বাই টার্ন নেভিগেশন অ্যাসিস্টেন্স। Okinawa Connect App-এর মাধ্যমে যে কোন স্মার্টফোনের সাথে স্কুটারটি কানেক্ট করা যাবে। প্রসঙ্গত ২০২২-এর মার্চে Okhi-90 ভারতে লঞ্চ হয়েছিল। এক মাসের মধ্যেই স্কুটারটির বুকিং ১০,০০০ ইউনিটের বেশি ছাড়িয়ে যায়।