Okinawa Oki90: প্রায় ২০০ কিমি মাইলেজের হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার এনে তাক লাগিয়ে দিতে চলেছে ওকিনাওয়া

নাম শুনলে জাপানি বা চাইনিজ মনে হলেও, ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক ওকিনাওয়া (Okinawa) কিন্তু আদ্যপান্ত একটি ভারতীয়...
SHUVRO 20 Aug 2021 10:06 AM IST

নাম শুনলে জাপানি বা চাইনিজ মনে হলেও, ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক ওকিনাওয়া (Okinawa) কিন্তু আদ্যপান্ত একটি ভারতীয় সংস্থা। ২০১৫ সালে প্রথম পথ চলা শুরু করা ওকিনাওয়ার বর্তমান লক্ষ্য, ভারতের এক নম্বর দু'চাকার ইলেকট্রিক গাড়ির ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা। পরিবেশবান্ধর ও রক্ষণাবেক্ষণের খরচ কম বলে ব্যাটারিচালিত যানবাহন যে ভাবে প্রাধান্য পাচ্ছে, তা লক্ষ্য করে আগামী বছর Oki90 নামের দুর্দান্ত একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে ওকিনাওয়া।

২০২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) অথবা চতুর্থ ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) Oki90 লঞ্চ করা হবে বলে জানিয়েছেন ওকিনাওয়া সহ-প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর জীতেন্দর শর্মা। কার এন্ড বাইকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, পেট্রোলের দাম উর্দ্ধমুখী হওয়ার সাথে গ্রাহকদের কাছে ইলেকট্রিক ভেহিকলের গ্রহণযোগ্যতা বেড়েছে অনেকখানি। সেই চাহিদা মেটাতে প্রস্তুত হচ্ছে ওকিনাওয়া অটোটেক।

Okinawa Oki90 স্পেসিফিকেশন

বাজারে হাই-স্পিড ই-স্কুটার হিসেবে পা রাখবে ওকিনাওয়া ওকি৯০। সর্বোচ্চ গতিবেগ হবে প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটারের কাছাকাছি। একচার্জে প্রায় ২০০ কিলোমিটার পথ যাবে এই স্কুটার।

Okinawa Oki90 ফিচার

Okinawa Oki90 মডেলে ব্লুটুথ সংযোগের ব্যবস্থা থাকবে। জিও-ফেন্সিং, নেভিগেশন, স্মার্টফোন কানেক্টিভিটির মতো আধুনিক ফিচার সহযোগে আসবে Okinawa Oki90 ইলেকট্রিক স্কুটার।

Okinawa Oki90 দাম

ওকিনাওয়া ওকি৯০-এর এক্স-শোরুম দাম ১ লক্ষ টাকার মধ্যে রাখা হবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ওলা ইলেকট্রিক এস১ ও সিম্পল এনার্জি ওয়ান ফ্ল্যাগশিপ স্কুটার বেগ দেবে ওকিনাওয়ার এই স্কুটারকে। ওলা ও সিম্পল এনার্জির স্কুটার অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ। ফলে এদেরকে টেক্কা দিতে নিজের সেরাটা উজাড় করে দিতে হবে ওকিনাওয়াকে।

প্রসঙ্গত, আগামী বছর Oki90 ই-স্কুটারের পাশাপাশি Oki100 নামে একটি ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করবে ওকিনাওয়া। এটির স্পেসিফিকেশন Oki90-এর অনুরূপ হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story