Ola-র কাছে হেরে সেকেন্ড বয় হলেও বৈদ্যুতিক স্কুটারের বিক্রিবাটায় প্লাবন এই দেশীয় সংস্থার

ভারতের অন্যতম প্রথম সারির বৈদ্যুতিক টু-হুইলার নির্মাণকারী সংস্থা ওকিনাওয়া অটোটেক (Okinawa Autotech) অক্টোবরে তাদের...
SUMAN 3 Nov 2022 12:58 PM IST

ভারতের অন্যতম প্রথম সারির বৈদ্যুতিক টু-হুইলার নির্মাণকারী সংস্থা ওকিনাওয়া অটোটেক (Okinawa Autotech) অক্টোবরে তাদের বিক্রির পরিসংখ্যান প্রকাশ করেছে। রাজস্থানের সংস্থাটি জানিয়েছে গত মাসে তাদের মোট ১৭,৫৩১টি ব্যাটারি চালিত স্কুটার বিক্রি হয়েছে। যা সেপ্টেম্বর, ২০২২-এর চাইতে প্রায় দ্বিগুণ। ভারত সরকারের বাহন পোর্টালের তথ্য অনুযায়ী এ বছর সেপ্টেম্বরে ওকিনাওয়া মোট ৮,৪৯৪টি যানবাহন বিক্রি করেছিল।

বিক্রিতে এই প্লাবনের প্রসঙ্গে সংস্থার এমডি এবং প্রতিষ্ঠাতা জিতেন্দর শর্মা বলেন, “অতিমারির পর গ্রাহকদের আবেগে উন্নতি ঘটেছে। এবং আমরা আত্মবিশ্বাসী যে আমাদের বিক্রি আগামী মাসে এভাবেই বজায় রাখতে পারব।” উল্লেখ্য ওকিনাওয়ার বিক্রিতে এই নতুন মাইলস্টোন স্পর্শে উচ্চগতি এবং ধীরগতি, উভয় স্কুটারের অবদান রয়েছে।

ওকিনাওয়ার জনপ্রিয় মডেলগুলি হল – PraisePro, iPraise+, Okhi90, Ridge+, LITE, R30 এবং Dual। বিক্রির বৃদ্ধিতে শর্মা তাদের টু-হুইলার বিক্রির পরবর্তী উন্নত পরিষেবাকেও কৃতিত্ব দিয়েছেন। প্রসঙ্গত, বর্তমানে সমগ্র ভারতে ওকিনাওয়ার ৫০০-এর বেশি ডিলারশিপ রয়েছে। এগুলি দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও গড়ে তোলা হয়েছে।

ওকিনাওয়ার ইলেকট্রিক স্কুটার কেন্দ্রীয় সরকারের ভর্তুকি সহ কেনা যায়। এই উল্লেখযোগ্য বিক্রির কারণে অক্টোবরে সর্বাধিক বিক্রিত ইলেকট্রিক স্কুটার তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে সংস্থা। প্রথম স্থানের অংশীদার ওলা ইলেকট্রিক (Ola Electric)। যারা ২০,০০০-এর বেশি ই-স্কুটার বেচেছে।

Show Full Article
Next Story