Ola ইতিহাস গড়ল, সবচেয়ে কম সময়ে দেশে 1 লক্ষ ইলেকট্রিক স্কুটার তৈরি করে অনন্য নজির

২০২১-এর ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন ভারতের বাজারে প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল ওলা ইলেকট্রিক (Ola Electric)। আর...
SUMAN 4 Nov 2022 1:50 PM IST

২০২১-এর ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন ভারতের বাজারে প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল ওলা ইলেকট্রিক (Ola Electric)। আর এ বছর নভেম্বরেই ১,০০,০০০ তম মডেল কারখানা থেকে তৈরি হয়ে বেরনোর কথা সগর্বে ঘোষণা করল ওলা। এতো অল্প সময়ে এক লক্ষ ইলেকট্রিক স্কুটার উৎপাদনের দৃষ্টান্ত দেশে আগে কখনও দেখা যায়নি। তামিলনাড়ুতে সংস্থার ফিউচারফ্যাক্টরিতে নির্মিত হয়েছে স্কুটারটি। বর্তমানে ওলা এদেশে S1 ও S1 Pro মডেল দুটি বিক্রি করে। এদিকে দিওয়ালি উপলক্ষ্যে কম দামি নতুন S1 Air লঞ্চ করেছে তারা। আবার গত মাসে ২০,০০০-এর বেশি মডেল বিক্রি করে বর্তমানে দেশের বৃহত্তম ব্যাটারি পরিচালিত স্কুটারের সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছে ওলা।

এই নতুন কৃতিত্ব অর্জনের ঘোষণা করতে গিয়ে ওলার কর্ণধার ভাবিশ আগরওয়াল টুইটারে জানান, “গতকাল আমরা ১ লক্ষ স্কুটার তৈরি করে ফেললাম। আমরাই সম্ভবত ভারতে দ্রুততম সময়ে ১ লক্ষ ই-স্কুটার তৈরি করা প্রথম নবীন অটো সংস্থা।” এর আগে ভাবিশ জানিয়েছিলেন, এদেশে এক লাখের বেশি দামের স্কুটারের সেগমেন্টে বিক্রিত দুটি স্কুটারের মধ্যে একটি হল Ola S1।

https://twitter.com/bhash/status/1588165257423638530?t=OQ7xRlA-rLaBIjqpPbcg7Q&s=19

বর্তমানে ওলা তাদের S1 ইলেকট্রিক স্কুটারটি ৯৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) এবং S1 Pro ১,৩৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) মূল্যে বিক্রি করে থাকে। আবার ক্রেতাদের হাতে কম দামের ইলেকট্রিক স্কুটার তুলে দিতে সদ্য লঞ্চ হওয়া S1 Air-এর দাম ৮৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। ফেব্রুয়ারিতে কেনার উইন্ডো খুললে এটি ৯৯৯ টাকায় বুকিং করতে পারবেন আগ্রহীরা। এপ্রিল থেকে ডেলিভারি শুরু হবে।

প্রসঙ্গত, গত জানুয়ারি থেকে ৭০,০০০ ইলেকট্রিক স্কুটার বিক্রির পর এ বছর ১ লক্ষ ইউনিট বিক্রির লক্ষ্যমাত্রা স্থির করেছে ওলা ইলেকট্রিক। যদি তা বাস্তবায়িত হয় তবে ভারতের মাটিতে ওলা হয়ে উঠবে এক বছরের মধ্যে প্রথম ছয় সংখ্যার বৈদ্যুতিক স্কুটার বিক্রয়কারী সংস্থা। আবার ২০২৪-এর মধ্যে সংস্থাটি একটি ইলেকট্রিক গাড়ি লঞ্চের কথাও জানিয়েছে। ইতিমধ্যেই যার এক ঝলক দেখানো হয়েছে।

Show Full Article
Next Story