Ola Electric Bike: স্কুটারের পর এবার ই-বাইক নিয়ে বাজার মাত করতে আসছে ওলা, লঞ্চের সময় ঘোষণা
বর্তমানে আলোচনার অন্যতম কেন্দ্র বিন্দুতে অধিষ্ঠান করছে ভারতীয় টু-হুইলার নির্মাতা ওলা ইলেকট্রিক (Ola Electric)। একের পর...বর্তমানে আলোচনার অন্যতম কেন্দ্র বিন্দুতে অধিষ্ঠান করছে ভারতীয় টু-হুইলার নির্মাতা ওলা ইলেকট্রিক (Ola Electric)। একের পর এক চমক দিয়ে গ্রাহকদের মাতিয়ে রাখতে সংস্থাটির জুড়ি মেলা ভার। ১৫ আগস্টে তারা S1 ইলেকট্রিক স্কুটারটি রি-লঞ্চ করেছে। দেখিয়েছে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ির ঝলক। একইসাথে ওইদিন বেশকিছু গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে ওলার তরফে। সংস্থার কর্ণধার তথা সিইও ভাবিশ আগরওয়াল (Bhavish Aggarwal) জানিয়েছেন, এবারে তাঁদের লক্ষ্য বৈদ্যুতিক মোটরসাইকেলে। যা লঞ্চ হতে খুব একটা বেশি দেরি নেই। তাঁর কথায়, কয়েক মাসের মধ্যেই সেই ই-বাইকটি লঞ্চের ঘোষণা করা হবে।
২০২৪-এর মধ্যে ওলা বাজারে তাদের প্রথম ব্যাটারি চালিত চার চাকা গাড়ি আনার লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে তাদের ঝুলিতে রয়েছে একজোড়া ই-স্কুটার – Ola S1 ও S1 Pro। তবে আসন্ন বাইকটি তাদের স্কুটারের তুলনায় অনেক বেশি ফিচার সমৃদ্ধ হয়ে আসতে পারে। বর্তমানে এই প্রকল্পের কাজ সবেমাত্র শুরু হওয়ায়, এর সম্পর্কে বিশদে কোনো তথ্য প্রকাশ করেননি ভাবিশ। অনুমান করা হচ্ছে, আগামী কয়েক মাস মধ্যেই ওলার প্রথম ইলেকট্রিক মোটরসাইকেলের টিজার ভিডিয়ো প্রকাশ করা শুরু হবে।
মনে করা হচ্ছে, ব্যাটারি চালিত মোটরসাইকেলটি পুরোপুরি চার্জে ১৬০-২০০ কিমি চলতে পারবে। বর্তমানে বাজারে উপলব্ধ Revolt RV400, Tork Kratos-এর মতো ই-বাইকের প্রতিপক্ষ হিসেবে হাজির হবে সেতি। S1-এর মতো বাইকটিও বেস্ট ইন ক্লাস তথা সর্বাধুনিক ফিচার পেতে পারে। যেমন ডিজিটাল ডিসপ্লে, স্মার্টফোন কানেক্টিভিটি, OTA আপডেট, ক্রুজ কন্ট্রোল এবং রাইডিং মোড, ইনবিল্ট স্পিকার, প্রভৃতি ।
বাইকটির অন্যান্য স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে এখনই নির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয়। তবে অনুমান! এর মূল্য ১.৪০-১.৬০ লাখ টাকার কাছাকাছি রাখা হতে পারে। প্রসঙ্গত, সদ্য লঞ্চ হওয়া S1-এর দাম সরকারের ভর্তুকি ধরে ৯৯,৯৯৯ টাকা। ওলা অ্যাপ থেকে ৪৯৯ টাকায় বুকিং করা যাচ্ছে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আর্লি অ্যাক্সেস পার্চেস উইন্ডো ১ সেপ্টেম্বর খোলা হবে। এদিন বুকিং করলে স্কুটারের দামের উপর গ্রাহকদের ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা। উল্লেখ্য, এখন ওলার ই-স্কুটার ব্যবহারকারীরা ৫ বছর পর্যন্ত বর্দ্ধিত ওয়ারেন্টি কেনার অপশন পাচ্ছেন। এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্যাকেজের আওতায় ব্যাটারি প্যাক, ইলেকট্রিক মোটর, এবং অন্যান্য স্ট্যান্ডার্ড ইলেকট্রনিক ইকুইপমেন্টকে অর্ন্তভুক্ত করা হয়েছে।