বাজাজ, টিভিএস শেষ! বড় বড় সংস্থাদের হারিয়ে ভারতের 1 নম্বর ই-স্কুটার ব্র্যান্ড Ola Electric

দীর্ঘদিন ধরেই ভারতের ইলেকট্রিক টু হুইলারের বাজারে নেতৃত্ব দিয়ে আসছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। মে, ২০২৪-এও যা অব্যাহত থাকতে দেখা গেল। বিক্রির নিরিখে ওলা কেবল…

দীর্ঘদিন ধরেই ভারতের ইলেকট্রিক টু হুইলারের বাজারে নেতৃত্ব দিয়ে আসছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। মে, ২০২৪-এও যা অব্যাহত থাকতে দেখা গেল। বিক্রির নিরিখে ওলা কেবল যে শীর্ষস্থানে নাম ধরে রেখেছে তাই নয়, TVS, Bajaj-এর মতো রাশভারী প্রতিপক্ষদের বিশাল মার্জিনে পেছনে ফেলেছে। কেন্দ্রের পোর্টাল বাহন (VAHAN) অনুযায়ী, আগের মাসে ওলার ৩৭,২৩০টি ইলেকট্রিক স্কুটার রেজিস্টার হয়েছে। যেখানে টিভিএস ও বাজাজের ক্ষেত্রে সংখ্যাটি যথাক্রমে ১১,৮১২ ইউনিট ও ৯,২২৪ ইউনিট। মার্কেট শেয়ারে ওলার পরেই এই দুই সংস্থা দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।

মে’তে Ola Electric-এর বৈদ্যুতিক স্কুটার সর্বাধিক বিক্রি হল

বিক্রির নিরিখে পরবর্তী স্থানে নাম উঠেছে Ather Energy ও Hero MotoCorp। মে’তে সংস্থা দু’টি যথাক্রমে ৬,০৭৬টি ও ২,৪৫৬টি ই-স্কুটার বেচেছে। এদিকে, ওলা ভারতে তাদের ডিলারশিপের সম্প্রসারণ জারি রেখেছে। বাজেট অনুযায়ী বাজারে তাদের হরেক ইলেকট্রিক স্কুটার বিভিন্ন শ্রেণীর ক্রেতাদের আকৃষ্ট করে।

ফ্ল্যাগশিপ, বড় ব্যাটারি এবং অধিক প্রযুক্তি সমৃদ্ধ Ola S1 Pro-এর পাশাপাশি তাদের লাইনআপে রয়েছে S1 X। যেগুলির বর্তমান দাম যথাক্রমে ১,৪৫,৬৬৯ টাকা ও ৮১,৮১৮ টাকা (এক্স-শোরুম)। এছাড়াও সংস্থা S1 Air বিক্রি করে। তাই নিজেদের সামর্থ অনুযায়ী উপযুক্ত ইলেকট্রিক স্কুটার বেছে নিতে ক্রেতাদের বিশেষ ভাবতে হয় না।

উল্লেখ্য, ওলার দেখাদেখি বিভিন্ন কোম্পানি সেই পথে হাঁটতে আরম্ভ করেছে। যেমন সম্প্রতি টিভিএস লঞ্চ করেছে তাদের সবচেয়ে সস্তা iQube ভ্যারিয়েন্ট। এর পাশাপাশি ৫.১ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি যুক্ত একটি ফ্ল্যাগশিপ মডেল এনেছে তারা। আবার Bajaj Chetak 2901 নামে চেতকের সবচেয়ে কমদামী ভার্সন নতুন পা রেখেছে বাজারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন