Ola S1 Air: ব্যাপক অফার, 15 আগস্ট অব্দি 10,000 টাকা সস্তায় স্কুটার বিক্রি করবে ওলা

জুলাইয়ের শেষে এসে আকর্ষণীয় অফারের ঘোষণা করল ওলা ইলেকট্রিক (Ola Electric)। সংস্থাটি তাদের এন্ট্রি-লেভেল বৈদ্যুতিক...
SUMAN 31 July 2023 10:46 AM IST

জুলাইয়ের শেষে এসে আকর্ষণীয় অফারের ঘোষণা করল ওলা ইলেকট্রিক (Ola Electric)। সংস্থাটি তাদের এন্ট্রি-লেভেল বৈদ্যুতিক স্কুটার Ola S1 Air-এর প্রারম্ভিক মূল্যের মেয়াদ ১৫ আগস্ট পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করল ওলা। অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন পর্যন্ত ভারতীয় ক্রেতারা এই ই-স্কুটারটি ১,০৯,৯৯৯ টাকায় কেনার সুযোগ পাবেন। মডেলটির প্রতি ক্রমবর্ধমান চাহিদা প্রত্যক্ষ করেই এই সিদ্ধান্তে এসেছে ওলা।

Ola S1 Air-এর প্রারম্ভিক মূল্যের মেয়াদ বাড়ল

অফারের মেয়াদ বৃদ্ধির ঘোষণাকালে ওলার কর্ণধার ভাবিশ আগরওয়াল টুইটারে জানান, S1 Air-এর চাহিদা যে হারে বাড়তে, তা সংস্থার প্রত্যাশার অধিক। আবার অনেক ক্রেতা ১.১০ লাখ অফারে স্কুটার কেনার জন্য অনুরোধ জানিয়েছেন। তা পূরণ করতেই আখেরে সংস্থার এই উদ্যোগ। রবিবার তিনি লেখেন, “আজ রাত ৮টা থেকে ১৫ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত অফারের মেয়াদ বাড়ানো হল। আমাদের সকল স্টোর আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে।” তিনি এও বলেন, চাহিদা আকাশছোঁয়া থাকলেও এগুলি দ্রুত ডেলিভারি করার বিষয়ে তৎপর ওলা।

যারা আগে বুক করেছেন তাদেরকে Ola S1 Pro ১.০৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) মূল্যে বিক্রি করা হচ্ছে। কিন্তু যারা আগে থাকতে বুক করেননি, তাদের স্কুটারটি কিনতে আরও ১০,০০০ টাকা বেশি খরচ পড়বে। বাজারে এর প্রতিপক্ষ হিসেবে উপস্থিত Ather 450X ও TVS iQube। স্কুটারটিতে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, টুইন শক রিয়ার অ্যাবসর্বার ও দু’চাকায় ড্রাম ব্রেক। স্কুটারটি নতুন নিয়ন গ্রীন পেইন্ট স্কিম সহ উপলব্ধ হয়েছে।

২৭ জুলাই থেকে S1 Air-এর পারচেস উইন্ডো খুলে দেয় ওলা। S1 Pro-এর প্ল্যাটফর্ম এতেও ব্যবহার করা হয়েছে। তবে দাম কম রাখার জন্য এর ফিচারের তালিকা থেকে বেশকিছু বৈশিষ্ট্য কাটছাঁট করেছে ওলা। S1 Air-এর ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক থেকে ১২৫ কিলোমিটার রেঞ্জ মেলার দাবি করেছে সংস্থা। ৪.৫ কিলোওয়াট হাব মোটরটি ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ৩.৩ সেকেন্ডে তুলতে সক্ষম। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার।

Show Full Article
Next Story