Ola S1X: মাত্র 79,999 টাকায় দেখার মতো স্কুটার আনল ওলা, মাইলেজ 151 কিমি
মূল্যবৃদ্ধির হাত থেকে খানিক পরিত্রাণের হদিশ দিতে ভারতীয় ক্রেতাদের জন্য তুলনামূলক সস্তার একজোড়া ইলেকট্রিক স্কুটার লঞ্চ...মূল্যবৃদ্ধির হাত থেকে খানিক পরিত্রাণের হদিশ দিতে ভারতীয় ক্রেতাদের জন্য তুলনামূলক সস্তার একজোড়া ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল ওলা ইলেকট্রিক (Ola Electric)। যাদের নাম Ola S1X ও S1X+। সংস্থার S1 Air-এর থেকেও সস্তা হওয়ার কারণে এগুলি ওলার এন্ট্রি-লেভেল ই-স্কুটার হিসাবে পরিচিতি পেয়েছে। মডেল দুটির প্রারম্ভিক দাম যথাক্রমে ৭৯,৯৯৯ টাকা ও ৯৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হলেও তা যে পরবর্তীতে বাড়ানো হবে।
Ola S1X ও S1X+ ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল
S1X মডেলটি দুই ব্যাটারি বিকল্পে বেছে নেওয়া যাবে। এর ৩ কিলোওয়াট আওয়ার মডেলটি ২১ আগস্ট পর্যন্ত ৮৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এরপর দাম বাড়িয়ে ৯৯,৯৯৯ টাকা করা হবে। আবার ২ কিলোওয়াট আওয়ার মডেলের মূল্য ৭৯,৯৯৯ টাকা রাখা হলেও পড়ে তা বেড়ে হবে ৮৯,৯৯৯ টাকা। দুটি স্কুটারেরই ডেলিভারি এ বছর ডিসেম্বর থেকে শুরু করার কথা জানিয়েছে ওলা।
অন্যদিকে S1X+ ভ্যারিয়েন্টটি ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সমেত হাজির হয়েছে। যার প্রাইস ৯৯,৯৯৯ টাকা। ২১ আগস্টের পর এক্স-শোরুম মূল্য বাড়িয়ে করা হবে ১,০৯,৯৯৯ টাকা। এই মডেলটির ডেলিভারি সেপ্টেম্বরের শেষ থেকে চালু হবে। ৩ কিলোওয়াট আওয়ারের এই ভ্যারিয়েন্ট থেকে ১৫১ কিলোমিটার মাইলেজ মিলবে বলে দাবি করেছে সংস্থা। Ola S1X+ প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে সক্ষম। এটি ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ৩.৩ সেকেন্ডে তুলবে।
বাস্তবিকতার সাথে সামঞ্জস্য রেখে S1X+ এ দেওয়া হয়েছে ৩৪ লিটার বুট স্পেস এবং ফ্ল্যাট ফ্লোর। মাল্টি-টোন ডিজাইন সহজেই নজর কাড়বে। স্কুটারের নিচের অংশটি কালো এবং বাকি অংশে নানান রঙের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এতে দেওয়া হয়েছে ভিন্ন ডিজাইনের হেডল্যাম্প কাউল, গোলাকৃতি মিরর এবং একটি আপডেটেড ডিসপ্লে।
অ্যালয় হুইলের পরিবর্তে স্কুটারটি পেয়েছে স্টিল রিম। S1 Air ও নতুন S1 Pro এর মতো এটিও ওলার দ্বিতীয় প্রজন্মের প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এসেছে। চ্যাসিস এর সাথে সংযুক্ত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন শক রিয়ার অ্যাবসর্বার। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে সামনে ও পেছনে রয়েছে ড্রাম ব্রেক।