আমজনতাকে স্বস্তি দিয়ে ইলেকট্রিক স্কুটারের দাম কমাতে পারে Ola, ঘোষণা সোমবারেই?
গত বছর আগস্টে ওলা ইলেকট্রিক (Ola Electric) তাদের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক স্কুটার S1X লঞ্চ করেছিল। মডেলটির 2 কিলোওয়াট...গত বছর আগস্টে ওলা ইলেকট্রিক (Ola Electric) তাদের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক স্কুটার S1X লঞ্চ করেছিল। মডেলটির 2 কিলোওয়াট আওয়ার ও 3 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের দাম রাখা হয়েছিল যথাক্রমে 79,999 টাকা ও 89,999 টাকা (এক্স-শোরুম)। প্রারম্ভিক মূল্যের মেয়াদ শেষের পর এক সপ্তাহ বাদে দাম বাড়িয়ে 89,999 টাকা ও 99,999 টাকা করা হয়।
যদিও পরবর্তীতে ওলা তাদের S1 X-এর 2 কিলোওয়াট আওয়ার এবং 3 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক মডেলের দাম কমিয়ে যথাক্রমে 79,999 টাকা ও 84,999 টাকায় নামিয়ে আনে। এমনকি মার্চে ফেম-2 প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও মূল্য অপরিবর্তিতই রাখা হয়েছে। এতকিছু আলোচনার কারণ সম্প্রতি ওলার সিইও ভাবিশ আগারওয়াল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে স্কুটারটির মূল্য আরও কমার ইঙ্গিত দিয়েছেন। আর এর পরই আগ্রহী ক্রেতাদের মধ্যে Ola S1X-কে ঘিরে নানান আলোচনা শুরু হয়েছে।
S1X স্কুটারের দাম কমাতে পারে Ola Electric
আগামী 15 এপ্রিল, অর্থাৎ সোমবার ওলা ইলেকট্রিক একগুচ্ছ ঘোষণা নিয়ে হাজির হবে। রিপোর্টে দাবি করা হয়েছে, ওইদিন ওলা তাদের সবচেয়ে সস্তার বৈদ্যুতিক স্কুটার S1 X রেঞ্জের ডেলিভারির সময়কাল সম্পর্কে জানাতে পারে। পাশাপাশি Ola S1X রেঞ্জের নতুন দাম ঘোষণা করতে পারে সংস্থা। প্রসঙ্গত, S1X ফুল চার্জে 143 কিলোমিটার রেঞ্জ এবং প্রতি ঘন্টায় 90 কিমি সর্বোচ্চ গতিবেগ দিতে পারবে বলে দাবি সংস্থার।
গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে Ola S1 X-এ উপস্থিত একটি 4.3 ইঞ্চি এলসিডি স্ক্রিন, এলইডি হেড ল্যাম্প, তিনটি রাইডিং মোড, টুইন টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং ডুয়েল রিয়ার শক, ড্রাম ব্রেক ইত্যাদি। মার্চে ওলার 53,000 ইউনিট ইলেকট্রিক স্কুটারের রেজিস্ট্রেশন হয়েছে।