Ola Electric Bike: 15 আগস্ট লঞ্চের আগে ওলা ইলেকট্রিক বাইকের টিজার প্রকাশ হল, দেখে নিন ভিডিয়ো
স্বাধীনতা দিবসের দিন বরাবরই চমক নিয়ে হাজির হয় ওলা ইলেকট্রিক। গত বছর যেমন চারটি ইলেকট্রিক বাইক কনসেপ্ট সামনে এনেছিল তারা।...স্বাধীনতা দিবসের দিন বরাবরই চমক নিয়ে হাজির হয় ওলা ইলেকট্রিক। গত বছর যেমন চারটি ইলেকট্রিক বাইক কনসেপ্ট সামনে এনেছিল তারা। আর এই বছর ১৫ই আগস্ট তারা একটি ইলেকট্রিক বাইকের প্রোডাকশন ভার্সন সামনে আনবে, অর্থাৎ যা বাজারে আসার জন্য প্রস্তুত। উন্মাদনা বাড়িয়ে ওলা তাদের প্রথম ই-বাইকের অফিশিয়াল টিজার প্রকাশ করেছে। চলুন দেখে নিই, ওলার ইলেকট্রিক বাইকটি কেমন হতে চলেছে।
ওলা ইলেকট্রিকের সিইও ভাবিশ আগরওয়াল তাঁর এক্স (সাবেক টুইটার) প্রোফাইল থেকে ১২ সেকেন্ডের একটি ভিডিয়ো টিজার প্রকাশ করেছেন। টিজার ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছে না যে, ওলা ঠিক কী ধরনের বাইক লঞ্চ করবে। তবে এটুকু স্পষ্ট, গত বছর উন্মোচিত ইলেকট্রিক মোটরসাইকেল কনসেপ্টগুলির সঙ্গে এটির মিল নেই। সম্পূর্ণ নতুন মডেল হিসাবে আসতে চলেছে বৈদ্যুতিক বাইকটি।
বাইকটির সামনের অংশ টিজারে দেখানো হয়েছে। এটির সামনে টুইন এলইডি লাইট ও তার উপরে লম্বা এলইডি স্ট্রিপ লক্ষ্য করা যায়। একটি বড় হেডল্যাম্প কাউল চোখে পড়ছে। তবে এটি উইন্ডস্ক্রিনও হতে পারে। অ্যাঙ্গুলার ট্যাঙ্ক শ্রাউড থাকার ফলে এটি স্ট্রিট বাইক হবে বলেই অনুমান করা হচ্ছে। হ্যান্ডেলবারটি সিঙ্গেল পিসের মতো দেখতে লাগছে এবং এটি আপরাইটে রাখা হয়েছে।
এই মুহূর্তে, ওলা ইলেকট্রিক মোটরসাইকেলের স্পেসিফিকেশন বা ফিচার্স সম্পর্কিত কোনও তথ্য সামনে আসেনি। তবে এটি প্রিমিয়াম মডেল হবে বলে মনে করা হচ্ছে। প্রথমে প্রিমিয়াম এবং তারপর এন্ট্রি লেভেল বাইকের আগমন ঘটতে পারে। বাইকটির খুঁটিনাটি জানতে আপাতত ১৫ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই আমাদের।