Ola Electric: বাজার কাঁপিয়ে ওলার বিশাল ঘোষণা! ইলেকট্রিক বাইক আনছে সংস্থা, লঞ্চ কবে জেনে নিন

ইলেকট্রিক স্কুটারের পর এবার ব্যাটারিতে চলা বাইক আনতে চলেছে ওলা ইলেকট্রিক। গত বছর ই-বাইকের কনসেপ্ট মডেল প্রকাশ্যে এনেছিল...
techgup 29 July 2024 6:12 PM IST

ইলেকট্রিক স্কুটারের পর এবার ব্যাটারিতে চলা বাইক আনতে চলেছে ওলা ইলেকট্রিক। গত বছর ই-বাইকের কনসেপ্ট মডেল প্রকাশ্যে এনেছিল সংস্থা। এবার আগামী বছরের মধ্যে ভারতে ইলেকট্রিক বাইক লঞ্চের ঘোষণা করেছে তারা। সোমবার একটি প্রেস কনফারেন্সে সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল ২০২৫ সালের প্রথমার্ধে ইলেকট্রিক মোটরসাইকেল বাজারে আমার কথা জানিয়েছেন। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে মডেলটির বিষয়ে বিশদে জানানো হবে।

ওই দিন বৈদ্যুতিক বাইকটির প্রোডাকশন ভার্সন উন্মোচিত হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই দেশের বৃহত্তম ইভি টু-হুইলার ব্র্যান্ড হয়ে উঠেছে ওলা। এস১ প্রো, এস১ এয়ার, ও এস১এক্স'র মতো জনপ্রিয় মডেল রয়েছে তাদের ঝুলিতে। প্রতি মাসেই তাদের ৩০ হাজারের বেশি দু'চাকার বৈদ্যুতিক গাড়ি বিক্রি হচ্ছে। দেশে প্রচুর ইলেকট্রিক স্কুটার থাকলেও বাইকের সংখ্যা নগণ্য। তাই এবার ইলেকট্রিক বাইকের বাজার ধরতে নামছে সংস্থা।

ভাবিশ আগরওয়াল বলেছেন, "ওলা ইলেকট্রিক তাদের আপকামিং ইলেকট্রিক মোটরসাইকেলে নিজেদের বানানো ব্যাটারি ব্যবহার করবে।" তিনি যোগ করেন, ২০২৫ সাল থেকে আমরা ইন-হাউস ডেভেলপ করা ইভি ব্যাটারি ব্যবহার করবো। এছাড়াও, আগামী বছরের প্রথম ছয় মাসের মধ্যে আমরা ইলেকট্রিক বাইকের বিক্রি শুরু করবো। তবে এই মুহূর্তে চার চাকার বৈদ্যুতিক গাড়ি আনার প্ল্যান ওলা ইলেকট্রিকের নেই।

ওলা ইলেকট্রিক মোটরসাইকেল কেমন হবে

ওলার ই-বাইক আনা দিয়ে অনেকদিন ধরেই চর্চা চলছে। গতকাল নিজের এক্স হ্যান্ডেল থেকে তিন সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ করেছেন ভাবিশ। যেখানে তাঁকে একটি ইলেকট্রিক বাইক চালাতে দেখা গিয়েছে। এটাই ১৫ আগস্ট সর্বসমক্ষে আনা হবে বলে মনে করা হচ্ছে৷ গত বছর ওলা তাদের চারটি ইলেকট্রিক মোটরসাইকেলের কনসেপ্ট ভার্সন প্রদর্শন করেছিল — রোডস্টার, অ্যাডভেঞ্চার, ক্রুজার, ও ডায়মন্ডহেড। এগুলির টেকনিক্যাল স্পেসিফিকেশন ও ফিচার্স সম্পর্কে বেশি কিছু জানানো হয়নি।

Show Full Article
Next Story