Ola Electric Scooter Swappable Battery

অনলাইন ডেলিভারির চিত্র বদলে দিতে আসছে ওলার নতুন ইলেকট্রিক স্কুটার

ইলেকট্রিক স্কুটারের বাজারে সবথেকে বড় নাম এখন ওলা। এবার সোয়াপেবেল ব্যাটারি প্রযুক্তির স্কুটার আনতে চলেছে সংস্থা। শীঘ্রই দেশে লঞ্চ হতে পারে।

Suvrodeep Chakraborty 26 Nov 2024 7:53 AM IST

ইলেকট্রিক স্কুটারের প্রসঙ্গ উঠলে যে নামটা না নিলেই নয় সেটি হল ওলা ইলেকট্রিক (Ola Electric)। বিক্রির নিরিখে সবার থেকে এগিয়ে এই টু হুইলার ইভি প্রস্তুতকারক। এবার সোয়াপেবেল ব্যাটারিযুক্ত ইলেকট্রিক স্কুটার আনতে চলেছে সংস্থাটি। অর্থাৎ স্কুটি থেকে ব্যাটারি খুলে সুবিধামতো স্থানে চার্জ দেওয়া যাবে। এদিন ওলার সিইও ভাবিস আগারওয়াল (Bhavish Aggarwal)আসন্ন স্কুটারের ইঙ্গিতপূর্ণ ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে লঞ্চ হতে পারে নতুন ইলেকট্রিক স্কুটারটি।

ছবিতে স্কুটারের সামনের একটি অংশ দেখা গিয়েছে। পাশাপাশি রাইডারের আসনের পিছনে একটি লোড বেডের উপস্থিতিও নিশ্চিত করেছে। স্কুটারের ডিজাইনের ক্ষেত্রে থাকতে পারে হেডল্যাম্প, ক্র্যাশ গার্ড এবং রাইডারের ফুটওয়েলের ঠিক পিছনে সেট করা একটি ফুট পেগ। সূত্রের দাবি, এই স্কুটারে অন্যান্য স্কুটারে তুলনায় বেশি ওজন বহন করা যাবে। ডেলিভারি পরিষেবা উদ্দেশ্যে এটি ব্যবহার করা যেতে পারে।

জানা গিয়েছে, এই সোয়াপেবেল ব্যাটারি প্রযুক্তির স্কুটারটির পরিকল্পনা বছরের প্রথমেই শুরু করে দিয়েছিল ওলা। জমা দেওয়া হয়েছিল পেটেন্ট। ভবিষ্যতে এই ধরনের আরও সোয়াপেবেল ব্যাটারি-সহ ইলেকট্রিক স্কুটার আনতে পারে ওলা। বর্তমানে যতগুলি স্কুটার বিক্রি করে সংস্থা, সবগুলিতে ফুটওয়েলের নীচে রয়েছে ব্যাটারি।

মনে করা হচ্ছে, ডেলিভারি পরিষেবার কথা মাথায় রেখে লাস্ট মাইল সেগমেন্টের জন্য এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে পারে ওলা। তবে এটি সাধারণ মানুষ কিনতে পারবে কিনা সেটা লঞ্চ হলেই জানা যাবে। বর্তমানে ডেলিভারির জন্য একাধিক সংস্থা ইলেকট্রিক স্কুটার ব্যবহার শুরু করেছে। এগুলির গতি তুলনামূলক কম হয়। এবার সেই বাজারে পা জমাতে চলেছে ওলার নতুন ইলেকট্রিক স্কুটার।

Show Full Article
Next Story