Ola তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি কোথায় তৈরি করবে, ছবি দেখালেন সংস্থার কর্ণধার

ইলেকট্রিক স্কুটারের পর এবার গাড়ি আনতে চলেছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। এর জন্য নকশা চূড়ান্ত করে জোরকদমে গবেষণার প্রস্তুতি সারছে তারা। ব্রিটেনের কভেন্ট্রিতে ফিউচারফাউন্ড্রি (Futurefoundry)…

ইলেকট্রিক স্কুটারের পর এবার গাড়ি আনতে চলেছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। এর জন্য নকশা চূড়ান্ত করে জোরকদমে গবেষণার প্রস্তুতি সারছে তারা। ব্রিটেনের কভেন্ট্রিতে ফিউচারফাউন্ড্রি (Futurefoundry) গড়ে তুলছে ওলা  আদতে এটি এক গ্লোবাল ডিজাইন স্টুডিও এবং রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টার। যেখানে আগামী দিনে সংস্থার দু’চাকার বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি চার চাকার বিকাশ করা হবে। ওলার কর্ণধার ভাবিশ আগরওয়াল টুইটে (Bhavish Aggarwal) টুইটারে ফিউচারফাউন্ড্রির প্রথম ঝলক দেখিয়েছেন। তিনি লিখেছেন, কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার দিকে।

ওলা ফিউচারফাউন্ড্রি-তে ইলেকট্রিক টু-হুইলারের সাথে ফোর হুইলারও বিকাশ করা হবে। এমনকি সেখানে সংস্থার ব্যাটারি সেল টেকনোলজির উপর গবেষণা এবং উন্নয়নের কাজও করা হবে। ব্রিটেন থেকে সংস্থার কর্ণধার জানিয়েছেন সেখানে কাজ শুরু করার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। টুইটার পোস্টে তিনি লিখেছেন, “স্টুডিওতে আমাদের ব্রিটেনের ডিজাইন দলের সাথে! উত্তেজনা পূর্ণ নতুন পণ্য শীঘ্রই আসছে।”

ওলা ইলেকট্রিক জানিয়েছে বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে ১০ কোটি ডলার বা প্রায় ৭৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। কাজের মান বাড়াতে সংস্থাটি বিখ্যাত গাড়ি নির্মাতা Jaguar-এর প্রাক্তন প্রধান ডিজাইনার ওয়েন বার্জেস-কে ব্রিটেনের কারখানায় নিয়োগ করেছে। ওয়েন বর্তমানে ওলার ডিজাইন দলের সহ-সভাপতি। এছাড়াও আরও ২০০ জন ডিজাইনার এবং প্রযুক্তিবিদকে এই কাজে বহাল করা হয়েছে। ফিউচারফাউন্ড্রি ভারতে সংস্থার কর্মীদের নতুন টু-হুইলার এবং গাড়ি আনতে সহায়তা করবে বলে জানা গেছে।

কিছুদিন আগেই প্রথম ইলেকট্রিক গাড়ির টিজার ছবি প্রকাশ করেছিল ওলা। এদিকে গত বছর স্বাধীনতা দিবসের দিন S1 Pro লঞ্চ করেছিল ওলা। আগামী ১৫ অগাস্ট গাড়িটি সামনে আনা হতে পারে বলেও শোনা যাচ্ছে। সংস্থার প্রকাশিত টিজারে দেখা গিয়েছিল তাদের গাড়িতে রয়েছে স্লিক এলইডি ডিআরএল এবং ফিউচারিস্টিক এক্সটিরিয়র ডিজাইন। প্রসঙ্গত, ভারতে ইলেকট্রিক ফোর হুইলার এবং ব্যাটারি সেলের কারখানা গড়ার জন্য ১,০০০ একর জমির খোঁজ করছে ওলা। তামিলনাড়ুর ফিউচারফ্যাক্টরি-র পর এটি হতে সংস্থার দ্বিতীয় কারখানা

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন