রেফার করলেই 3,000 টাকা, শীতে বাড়ি বসেই পয়সা কামানোর সুযোগ দিচ্ছে Ola Electric

এবছরের মতো বিক্রি বাড়িয়ে নিতে শেষ কামড় দিয়েছে বিভিন্ন অটোমোবাইল কোম্পানি। বিক্রিতে জোয়ারের প্রভাব নতুন বছরেও ধরে রাখতে যারপরনাই চেষ্টা করে চলেছে তারা। এক্ষেত্রে ভারতের…

এবছরের মতো বিক্রি বাড়িয়ে নিতে শেষ কামড় দিয়েছে বিভিন্ন অটোমোবাইল কোম্পানি। বিক্রিতে জোয়ারের প্রভাব নতুন বছরেও ধরে রাখতে যারপরনাই চেষ্টা করে চলেছে তারা। এক্ষেত্রে ভারতের প্রথম সারির বৈদ্যুতিক টু হুইলার নির্মাতা ওলা ইলেকট্রিক-ই (Ola Electric) বা বাদ থাকে কেন! তারাও এবারে কোমর বেঁধে লেগে পড়ল। ২০,০০০ টাকার ডিসকাউন্ট তো ছিলই। এবার পাশাপাশি রেফারেলের মাধ্যমে নতুন ক্রেতা আনতে পারলেই বিদ্যমান গ্রাহকরা পাবেন নানা বেনিফিট। এমনই অফার ঘোষণা করেছে ওলা। ফলে বিদ্যমান গ্রাহকদের উদ্যম বজায় রাখার পাশাপাশি পরোক্ষভাবে বিক্রি বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রেও সমান তৎপরতা দেখা গিয়েছে।

ডিসেম্বরে Ola Electric-এর অফার

ওয়ারেন্টি বাড়ানোর ক্ষেত্রে বিদ্যমান গ্রাহকদের দেওয়া হচ্ছে ডিসকাউন্ট। আবার নতুন ক্রেতা আনতে পারলেই ক্যাশব্যাক ডিল থাকছে। আজ থেকেই এই অফার শুরু। এটি বৈধ থাকছে আগামী দুদিন, অর্থাৎ ১০ ডিসেম্বর শেষ হচ্ছে অফারের মেয়াদ। ওলা ইলেকট্রিক ঘোষণা করেছে, এক্সটেন্ডেড ওয়ারেন্টিতে ৫০% ডিসকাউন্ট পাবেন উপভোক্তারা। পরিচিতদের রেফার করলে প্রতি রেফারেলের জন্য ২,০০০ টাকা পাবেন এগজিস্টিং কাস্টোমাররা। আবার নতুন ক্রেতাদের ওলার ইলেকট্রিক স্কুটার রেফার করলে ৩,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ থাকবে।

এই প্রথম নয়, এর আগেও ওরা ইলেকট্রিক নিজের গ্রাহকদের জন্য ইয়ার-এন্ড ডিসকাউন্ট ঘোষণা করেছিল। ইতিমধ্যেই S1 X+ এর দাম কমিয়েছে ওলা। ২০,০০০ টাকা দাম কমে বর্তমানে এটি ৯০,০০০ টাকা এক্স-শোরুম মূল্যে কেনা যায়। এই ডিসকাউন্ট ডিসেম্বর মাসের শেষ দিন পর্যন্ত কার্যকর থাকবে। ডিসকাউন্ট বাদে Ola S1 X+ এর আসল দাম ১,০৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)।

Ola S1 X+ বর্তমানে সংস্থার সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার। এটি ২/৩ কিলোওয়াট ব্যাটারি ভ্যারিয়েন্টে উপলব্ধ। ওলার দাবি, ফুল চার্জে ১৫১ কিলোমিটার অব্দি পথ ছুটতে পারবে এটি। যদিও বাস্তবিক ক্ষেত্রে ইকো এবং নরমাল মোডে রেঞ্জ যথাক্রমে ১২৫ কিলোমিটার ও ১০০ কিলোমিটার। ব্যাটারিটি একটি ৫০০ কিলোওয়াট হোম চার্জার দ্বারা সম্পূর্ণ চার্জ হতে ৭.৪ ঘন্টা সময় নেয়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন