Ola ইলেকট্রিক স্কুটার কেনা যাবে আপনার কাছের ডিলারের থেকে, 4000 স্টোর খুলে ফেললো ওলা ইলেকট্রিক

নেটওয়ার্ক সম্প্রসারণ উপলক্ষে Ola Electric তাদের S1 ইলেকট্রিক স্কুটারের উপর 25,000 টাকা পর্যন্ত অফারের ঘোষণা করেছে। আবার S1 X স্কুটারে 7,000 পর্যন্ত ফ্ল্যাট ছাড় পাওয়া যাবে। নির্বাচিত ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে 5,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে।

Suman Patra 26 Dec 2024 11:25 PM IST

ভারতে ইলেকট্রিক গাড়ির বাজারে নিজেদের জায়গা মজবুত করতে কোমর বেঁধে নেমে পড়েছে Ola। সংস্থাটি আজ ঘোষণা করেছে যে, তাদের স্টোরের নেটওয়ার্ক 4,000 পর্যন্ত প্রসারিত হয়েছে। এটি ভারতে ইভি নেটওয়ার্কের বৃহত্তম সম্প্রসারণ বললে ভুল হবে না। সংস্থাটি সদ্য সদ্য 3200 এরও বেশি নতুন স্টোর খুলেছে। ওলা স্টোর এখন বড় বড় শহর পাশাপাশি ছোট শহরেও পাওয়া যাবে।

ভারতের বৈদ্যুতিক গাড়ি যাত্রায় মাইলস্টোন

ওলা ইলেকট্রিকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ভাবিশ আগরওয়াল বলেছেন, "আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা এখন পূরণ হয়েছে। ভারতের বৈদ্যুতিক গাড়ির যাত্রায় আজ একটি ঐতিহাসিক দিন। আমরা প্রতিটি শহর এবং তালুকে আমাদের স্টোরগুলি খুলতে পেরেছি।#SavingsWalaScooter ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ইলেকট্রিক গাড়ি কেনা এবং মালিকানার অভিজ্ঞতা সম্পূর্ণরূপে পরিবর্তন করেছি। আমরা উদ্ভাবনের সীমানা পেরিয়ে ভারতকে #EndICEAge দিকে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।"

গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার

নেটওয়ার্ক সম্প্রসারণ উপলক্ষে Ola Electric তাদের S1 ইলেকট্রিক স্কুটারের উপর 25,000 টাকা পর্যন্ত অফারের ঘোষণা করেছে। আবার S1 X স্কুটারে 7,000 পর্যন্ত ফ্ল্যাট ছাড় পাওয়া যাবে। নির্বাচিত ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে 5,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া 6,000 হাজার টাকার বাড়তি সুবিধাও পাওয়া যাবে। এই অফার ক্রেতারা তাদের নিকটবর্তী ওলা স্টোরে গিয়ে উপভোগ করতে পারবেন।

গোল্ড থিমযুক্ত S1 Pro Gold ইলেকট্রিক স্কুটার আনল Ola

সম্প্রতি ওলা 24 ক্যারেট গোল্ড প্লেটেড এলিমেন্ট সহ Ola S1 Pro Gold স্কুটার লঞ্চ করেছে, যা ক্রেতাদের নজর কাড়ছে। প্রিমিয়াম স্কুটারে একটি "গোল্ড মোড" ফিচার রয়েছে, যা গোল্ড-থিমযুক্ত ইন্টারফেস, ওলা অ্যাপ এবং মুভওএস ড্যাশবোর্ড অফার করবে। #OlaSonaContest এর মাধ্যমে ক্রেতারা এটি জেতার সুযোগ পেতে পারেন।

নতুন প্রযুক্তির মাধ্যমে পাবেন স্মার্ট রাইডিং

Ola Electric সম্প্রতি MoveOS 5 এর বিটা ভার্সন লঞ্চ করেছে, যাতে অনেক নতুন ফিচার রয়েছে। যেমন গ্রুপ নেভিগেশন ও লাইভ লোকেশন শেয়ারিং। এছাড়া পাওয়া যাবে রোড ট্রিপ মোড, যা ওলা ম্যাপস দ্বারা চালিত। এর পাশাপাশি এতে স্মার্ট চার্জিং, স্মার্ট পার্ক এবং টিপিএমএস অ্যালার্ট পাওয়া যাবে।

Show Full Article
Next Story