Ola ইজরায়েলি সংস্থার যুগান্তকারী ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করবে, ই-স্কুটার চার্জ হতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট

প্রথাগত জ্বালানির গাড়িতে তেল ভরতে সময় লাগে কয়েক সেকেন্ড। কিন্তু ব্যাটারিচালিত গাড়ি চার্জ করতে দিন কাবার। এই ধরনের গাড়ি...
SUMAN 21 March 2022 11:04 PM IST

প্রথাগত জ্বালানির গাড়িতে তেল ভরতে সময় লাগে কয়েক সেকেন্ড। কিন্তু ব্যাটারিচালিত গাড়ি চার্জ করতে দিন কাবার। এই ধরনের গাড়ি বিশেষত চার্জিংয়ের ক্ষেত্রে ইলেকট্রিক স্কুটারের দীর্ঘসূত্রিতায় বিরক্ত ব্যবহারকারীরা। কিন্তু এবার তার সমাধান আসতে চলেছে। বৈদ্যুতিক স্কুটারের জগতে বিপ্লব আনার পর এবার যুগান্তকারী ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করতে চলেছে ওলা (Ola)। সেই লক্ষ্যে ইজরায়েলি সংস্থা স্টোরডট (StoreDot)-এর সাথে কৌশলগত অংশীদারিত্বের কথা ঘোষণা করল তারা। সংস্থা দু'টি যৌথভাবে ফাস্ট চার্জিং প্রযুক্তি দিয়ে ব্যাটারি উৎপাদন করবে, যা শূন্য থেকে শতভাগে চার্জ হতে মাত্র ৫ মিনিট সময় নেবে।

স্টোরডট এক্সট্রিম ফাস্ট চার্জিংয়ের প্রযুক্তি এক্সএফসি (XFC)-র ওপর কাজ করে। এই চুক্তির ফলে XFC প্রযুক্তির খুঁটিনাটি সম্পর্কে বিশদে জ্ঞান অর্জন করতে পারবে ওলা। ফলে আগামী দিনে সংস্থাটি সেই প্রযুক্তির ব্যাটারি সহ নিজেদের স্কুটার আনবে বলে টুইট বার্তায় জানিয়েছেন সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল (Bhavish Aggarwal)। তিনি সেখানে লিখেছেন, “আমরা ভবিষ্যতের ব্যাটারি প্রযুক্তির উপর বড়সড় লগ্নি করছি। স্টোরডটের সঙ্গে অংশীদারিত্বে যাওয়ার কথা ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত।”

ভাবিশ আরও লিখেছেন, “০-১০০% চার্জ মাত্র ৫ মিনিটে সম্পূর্ণ করার ব্যাটারি প্রযুক্তি নিয়ে আমরা যৌথভাবে কাজ করব এবং অগ্রণী ভূমিকা পালন করব।” তাঁর কথায়, ভারতে ওলা পুরোদস্তুর ইভি ইকোসিস্টেম গড়ে তুলবে। এই বিনিয়োগ আমাদের অত্যাধুনিক ব্যাটারি এবং অন্যান্য প্রযুক্তি নিয়ে গবেষণা এবং উন্নয়নের একটি অংশ। সূত্রের খবর, ফিউচারফ্যাক্টরি’তে তৈরি হওয়া Ola S1 ও S1 Pro ইলেকট্রিক স্কুটারের ব্যাটারির চাহিদা পূরণ করতে ব্যাটারি সেলের একটি বৃহৎ উৎপাদন ক্ষমতার কারখানা গড়ে তোলার পরিকল্পনা করছে সংস্থাটি।

প্রসঙ্গত, অ্যাডভান্সড কেমিস্ট্রি সেল (ACC)-র উপর কাজ করার জন্য ভারত সরকারের উৎপাদন ভিত্তিক আর্থিক প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ওলার নাম অর্ন্তভুক্ত হয়েছে৷। কেন্দ্রীয় সরকার এই ACC ব্যাটারিতে অনুমোদন দিয়েছে। ৫০ গিগা ওয়াট আওয়ার উৎপাদনের ক্ষমতাসম্পন্ন ওই কারখানায় তৈরির জন্য ১৮,১০০ কোটি টাকা প্রয়োজন। প্রসঙ্গত, আগামী দিনে যাতে ২ মিনিটে একটি ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা যায়, তার উপরেও স্টোরডট কাজ করছে।

Show Full Article
Next Story