ইলেকট্রিক স্কুটার মানেই Ola, বাজারের প্রায় অর্ধেক দখল করে দাপট দেখাচ্ছে কোম্পানি
তিন বছর আগে ভারতে প্রথম বৈদ্যুতিক স্কুটার লঞ্চের পর থেকেই দাপট দেখিয়ে এসেছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। অন্যান্য মাসের...তিন বছর আগে ভারতে প্রথম বৈদ্যুতিক স্কুটার লঞ্চের পর থেকেই দাপট দেখিয়ে এসেছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। অন্যান্য মাসের মতো মে'তেও বিক্রির নিরিখে দেশের সেরা হল বেঙ্গালুরুর সংস্থাটি। কেন্দ্রীয় সরকারের বাহন পোর্টালের পরিসংখ্যান বলছে, গত মাসে ওলার ৩৭,১৯১টি ই-স্কুটার বিক্রি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬.২৬ শতাংশ বেশি।
মে'তে Ola Electric-এর বিক্রি বাড়ল 6 শতাংশের বেশি
বর্তমানে ৪৯ শতাংশ মার্কেট শেয়ার নিজের দখলে রাখার মাধ্যমে দেশের বৃহত্তম ইলেকট্রিক স্কুটার সংস্থা হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে ওলা। S1 X মডেলটি সস্তায় বাজারে আসার পর থেকে চাহিদা আরও বেড়েছে। এর ২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্টের দাম ৭৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম)।
Ola S1 X আবার ৩ ও ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের সাথেও উপলব্ধ। মূল্য যথাক্রমে ৮৪,৯৯৯ টাকা ও ৯৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। ওলা ইলেকট্রিকের মুখ্য মার্কেটিং আধিকারিক অনশুল খন্ডেলওয়াল বলেন, “৪৯% মার্কেটে শেয়ার দখলে রাখার মাধ্যমে আমরা ভারতের বৈদ্যুতিক টু-হুইলার সেগমেন্টে নেতৃত্ব দিয়ে চলেছি। আমাদের রেজিস্ট্রেশনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি আমরা S1 X-এর ডেলিভারি চালু করেছি।”
প্রসঙ্গত, S1 X ছাড়াও Ola-র পোর্টফোলিও'তে রয়েছে S1 X+, S1 Air এবং S1 Pro। এই তিন ইলেকট্রিক স্কুটারের দাম যথাক্রমে ৮৯,৯৯৯ টাকা, ১.০৫ লাখ টাকা ও ১.৩০ লাখ টাকা (এক্স-শোরুম)। সম্প্রতি ওলা তাদের ইলেকট্রিক স্কুটারে ওয়ারেন্টির মেয়াদ বাড়িয়েছে। বর্তমানে লাইনআপের প্রতিটি মডেলে ৮ বছর/৮০,০০০ কিলোমিটারের (যেটি আগে হবে) ওয়ারেন্টি অফার করছে কোম্পানি।