Ola Electric Car: আগামী বছর বৈদ্যুতিক গাড়ি লঞ্চের লক্ষ্যে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে ওলা, প্রায় অর্ধেক কাজ শেষ

ভারতের বৃহত্তম ই-স্কুটার নির্মাতা ওলা ইলেকট্রিক (Ola Electric) তাদের প্রথম ব্যাটারি চালিত চার চাকা গাড়ি তৈরির কাজ...
SUMAN 8 Feb 2023 8:41 PM IST

ভারতের বৃহত্তম ই-স্কুটার নির্মাতা ওলা ইলেকট্রিক (Ola Electric) তাদের প্রথম ব্যাটারি চালিত চার চাকা গাড়ি তৈরির কাজ জোরকদমে চালাচ্ছে। সংস্থার তরফে সেটির ফিচার বা স্পেসিফিকেশন কনফার্ম না হলেও, ওলার চিফ প্রধান অর্থনৈতিক আধিকারিক (CFO) জিআর অরুণ কুমার জানিয়েছেন যে, সামনের বছর অর্থাৎ ২০২৪-এর মাঝামাঝিতে গাড়িটি দেশের বাজারে লঞ্চের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তারা।

একাধারে ম্যানুফ্যাকচারার এবং রাইড হেইলিং সংস্থা ওলা তাদের ইলেকট্রিক স্কুটারে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি তাদের গাড়িতেও দেওয়া হবে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন কুমার। এই প্রসঙ্গে তিনি বলেন, “সফটওয়্যার, সুরক্ষা ব্যবস্থা, বৈদ্যুতিন, সেল ড্রাইভট্রেন – বেশ কিছু যন্ত্রাংশ দু'চাকা ও চার চাকা মডেলের মধ্যে সাধারণ থাকবে।” তাঁর কথায়, “৩০-৪০% কাজ আমরা গুছিয়ে ফেলেছি।”

প্রসঙ্গত, ওলার কর্ণধার ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, প্রিমিয়াম ও মধ্যবিত্তের বাজেট, দু'ধরনের ইলেকট্রিক গাড়ির ডেভেলপমেন্ট চলছে। যা বাস্তবায়িত করার জন্য তারা নিজেরাই লিথিয়াম আয়ন সেল এবং ব্যাটারির প্রস্তুতি কার্যে হাত লাগিয়েছে। ওলার লক্ষ্য Tesla, Hyundai Motor, এবং Tata-র মতো সংস্থাগুলিকে চ্যালেঞ্জ ছোড়া।

কুমার বলেছেন, ইলেকট্রিক গাড়ি তৈরির পাশাপাশি ওলা ১০০ গিগাওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি সেলের উৎপাদন কেন্দ্র এদেশে গড়ে তুলছে। তিনি বলেন, আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ১০ গিগাওয়াট আওয়ার এবং ৩৬ মাসের মধ্যে ২০ গিগাওয়াট আওয়ারে পৌঁছানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এমনকি নিজেদের তৈরি লিথিয়াম আয়ন সেল অন্যান্য সংস্থাকেও বিক্রির পরিকল্পনা করছে ওলা।

Show Full Article
Next Story