পুজোর বাজার কাঁপিয়ে দিল Ola Electric, অক্টোবরে 24,000 বৈদ্যুতিক স্কুটার বিক্রির রেকর্ড

উৎসবের মরসুমে বরাবরই কেনাকাটার ধুম পড়ে যায়। নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি বাড়ে গাড়ির চাহিদা। বিগত ক’মাস ঝিমিয়ে থাকলেও অক্টোবর মাসে দেশে বৈদ্যুতিক দু’চাকা গাড়ি বিক্রি উল্লেখযোগ্য…

উৎসবের মরসুমে বরাবরই কেনাকাটার ধুম পড়ে যায়। নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি বাড়ে গাড়ির চাহিদা। বিগত ক’মাস ঝিমিয়ে থাকলেও অক্টোবর মাসে দেশে বৈদ্যুতিক দু’চাকা গাড়ি বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত মাসে ওলা ইলেকট্রিক (Ola Electric) একাই বিক্রি করেছে ২৪,০০০টি ই-স্কুটার। দশেরা আর নবরাত্রির পুণ্য তিথিতে বিক্রিতে জোয়ার এসেছে। গত বছর অক্টোবরের তুলনায় ওলার বিক্রি আড়াই গুন বৃদ্ধি পেয়েছে। ফলে ইলেকট্রিক স্কুটার মার্কেটে ৩৫% শেয়ার দখলে রাখতে পেরেছে সংস্থাটি।

অক্টোবরে Ola Electric-র বিক্রি আড়াই গুন বেড়েছে

কেবল ওলা নয়, পুজোর মরসুমে বিক্রিবাটা বেড়েছে প্রায় প্রতিটি অটোমেকারের। এমনকি দিওয়ালি উপলক্ষে নভেম্বরেও বেচাকেনায় জোয়ার চলবে বলে আশাবাদী ওলা। কারণ এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা নতুন যানবাহন কিনতে পছন্দ করেন।

ওলা জানিয়েছে, ২০২৩-এর প্রথম দশ মাস অর্থাৎ অক্টোবর পর্যন্ত তারা ২,০০,০০০-এর বেশি ইলেকট্রিক স্কুটার বেচেছে। সংস্থার দাবি, তারাই ভারতের একমাত্র ইভি নির্মাতা, যারা এই সাফল্য অর্জন করেছে। আগের বছর জানুয়ারি থেকে অক্টোবরের তুলনায় এই বছর বিক্রি ১০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে।

বিক্রিতে এই উত্থানের প্রসঙ্গে ওলা ইলেকট্রিকের মুখ্য মার্কেটিং আধিকারিক অনসুল খান্ডেলওয়াল বলেন, “নবরাত্রি এবং দশেরাতে ইলেকট্রিক ভেহিকেলের বিক্রি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। চলতি Ola Bharat EV Fest-এর আওতায় বিভিন্ন অফার ক্রেতাদের পছন্দের তালিকায় স্থান পেয়েছে। দীপাবলির আগে বেচাকেনা আরও বৃদ্ধি পাবে বলেই আমরা আশা করছি।”