Ola Electric: ওলা পুরো বাজার কাঁপিয়ে দিল, নভেম্বরে 30,000 ই-স্কুটার বিক্রির বিরাট রেকর্ড

ডিসেম্বর শুরু হতেই ভারতের অন্যতম বৃহত্তম বৈদ্যুতিক টু হুইলার নির্মাতা ওলা ইলেকট্রিক (Ola Electric) তাদের নভেম্বরের...
SUMAN 2 Dec 2023 2:41 PM IST

ডিসেম্বর শুরু হতেই ভারতের অন্যতম বৃহত্তম বৈদ্যুতিক টু হুইলার নির্মাতা ওলা ইলেকট্রিক (Ola Electric) তাদের নভেম্বরের বেচাকেনার পরিসংখ্যান পেশ করল। বাহন পোর্টাল অনুযায়ী, দীপাবলি ও ধনতেরাসের মাসে সংস্থার প্রায় ৩০,০০০ ইউনিট ই-স্কুটার নথিভুক্ত হয়েছে। এ বছর অক্টোবরের তুলনায় ৩০% এবং ২০২২ সালের নভেম্বরের থেকে বিক্রি ৮২% বেড়েছে। ফলে বর্তমানে ইলেকট্রিক স্কুটার মার্কেটে ৩৫ শতাংশ শেয়ার ওলার দখলে। আগে কোনও সংস্থা এক মাসে এত বৈদ্যুতিক স্কুটার বেচতে পারেনি।

নভেম্বরে 30,000 ই-স্কুটার বিক্রি করল Ola Electric

এই নতুন মাইলস্টোন স্পর্শের প্রসঙ্গে ওলার মুখ্য মার্কেটিং আধিকারিক অনশুল খান্ডেলওয়াল বলেন, “আমাদের বলিষ্ঠ প্রোডাক্ট লাইনআপ এবং ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের দৃঢ় বিশ্বাসের ফলস্বরূপ এই বিপুল চাহিদা। ক্রেতাদের পছন্দই আমাদের এই মাসে সর্বাধিক বিক্রির মুখ দেখিয়েছে। আমাদের বিশ্বাস ডিসেম্বরেও এই ধারা বজায় থাকবে।”

প্রসঙ্গত, ২০২২-এর সেপ্টেম্বর থেকে শুরু হয়ে বিগত পাঁচ ত্রৈমাসিক ধরে ওলা ইলেকট্রিক একটানা বৈদ্যুতিক টু হুইলারের বাজারে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আসছে। সম্পূর্ণ নতুন মডেল লঞ্চের মাধ্যমে সম্প্রতি সংস্থাটি তাদের S1 লাইনআপ ঢেলে সাজিয়েছে। যার ফলে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির রাতের ঘুম উড়েছে।

সেকেন্ড জেনারেশন Ola S1 Pro মডেলটির দাম রাখা হয়েছে ১,৪৭,৪৯৯ টাকা। যেখানে S1 Air-এর মূল্য ১,৯৯,৯৯৯ টাকা। এছাড়া, লেটেস্ট মডেল S1X তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – S1 X+, S1 X (৩ কিলোওয়াট) ও S1 X (২ কিলোওয়াট)। দাম যথাক্রমে ১,০৯,৯৯৯ টাকা, ৯৯,৯৯৯ টাকা ও ৮৯,৯৯৯ টাকা। এখন প্রতিটি মডেল ৯৯৯ টাকার বিনিময়ে বুকিং করা যাচ্ছে।

Show Full Article
Next Story