অ্যাড্রেনালিন রাশ বাড়িয়ে Ola Electric বাইকের ফার্স্ট লুক প্রকাশ, প্রথম মডেল আসতে পারে এ বছর
ওলা ইলেকট্রিক (Ola Electric) গতকাল বিভিন্ন ব্যাটারি প্যাক অপশনে তাদের S1 ও S1 Air ই-স্কুটারের একাধিক মডেল লঞ্চের ঘোষণা...ওলা ইলেকট্রিক (Ola Electric) গতকাল বিভিন্ন ব্যাটারি প্যাক অপশনে তাদের S1 ও S1 Air ই-স্কুটারের একাধিক মডেল লঞ্চের ঘোষণা করেছে। পাশাপাশি লঞ্চের মঞ্চ থেকে সংস্থার কর্ণধার ভাবিশ আগরওয়াল পাঁচটি নতুন ইলেকট্রিক বাইকের ঝলক দেখিয়েছেন। আলো-আঁধারি পরিবেশে সেগুলির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।
এতদিন পর্যন্ত কেবলমাত্র ইলেকট্রিক স্কুটার বিক্রি করত ওলা। সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যাপক সাফল্য পেয়ে এক নম্বর ব্র্যান্ড হয়ে উঠেছে তারা। এবারে ইলেকট্রিক মোটরসাইকেলের বাজারেও পদার্পণ করে ষোলোকলা পূর্ণ করার লক্ষ্যে এগোচ্ছে ওলা। গত বছরই ই-বাইক বাজারে আনার বিষয়টি সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছিল। আবার ২০২৪-এর মধ্যে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চের কথাও জানিয়েছিল ওলা।
ওলা ইলেকট্রিক বাইকগুলির টিজার দেখানো ছাড়া, কোনো তথ্য প্রকাশ করেনি। ভিডিওতে কেবলমাত্র এদের এলইডি ডেটাইম রানিং ল্যাম্পের দেখা মিলেছে। পাঁচটি মডেলই আলাদা ক্যাটাগরির। যার মধ্যে রয়েছে ক্যাফে রেসার, ক্রুজার, অ্যাডভেঞ্চার ট্যুরার, স্ক্র্যাম্বলার এবং একটি নেকেড বাইক। প্রতিটিরই এখনও কনসেপ্ট স্টেজে রয়েছে।
জল্পনা সত্যি হয়ে থাকলে, ওলা তিনটি ভ্যারিয়েন্টে ইলেকট্রিক বাইক লঞ্চ করবে – রেঞ্জার, পারফরম্যাক্স এবং আউট অফ দ্য ওয়ার্ল্ড। দাম সংস্থার ই-স্কুটারের মতোই সর্বসাধারণের নাগালের মধ্যেই রাখা হবে। দাবি করা হয়েছে ই-বাইকগুলির দাম ৮৫,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকার (এক্স-শোরুম) মধ্যে রাখা হবে। সিঙ্গেব চার্জে সর্বাধিক ১৭০ কিলোমিটারের বেশি রেঞ্জ মিলবে। প্রথম মডেল এ বছরই লঞ্চ হওয়ার সম্ভাবনা।