Ola Electric Bike: অবশেষে আসছে ওলা ইলেকট্রিক বাইক, লঞ্চ কবে জানাল সংস্থা

ওলা ইলেকট্রিক (Ola Electric)-এর প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা শোনা যাচ্ছিল। অবশেষে সংস্থার ই-বাইক লঞ্চের প্রসঙ্গে অফিশিয়াল খবর সামনে এলো। ওলা তাদের…

Ola-Electric-To-Launch-First-Electric-Motorcycle-In-First-Half-Of-Fy26

ওলা ইলেকট্রিক (Ola Electric)-এর প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা শোনা যাচ্ছিল। অবশেষে সংস্থার ই-বাইক লঞ্চের প্রসঙ্গে অফিশিয়াল খবর সামনে এলো। ওলা তাদের প্রথম ইলেকট্রিক বাইকটি ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথমার্ধে অর্থাৎ আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে বাজারে আনার পরিকল্পনা করছে। ইতিমধ্যেই তারা চারটি কনসেপ্ট মডেলের উপর থেকে পর্দা সরিয়েছে।

Ola Electric-এর প্রথম ই-বাইক আগামী বছর আসছে

ওলা ইলেকট্রিক তাদের আইপিও ফাইল করার সময় ডিআরএইচপি ডকুমেন্টে জানিয়েছে, “আমরা ২০২৫-২৬ আর্থিক বছরের প্রথমার্ধে ইলেকট্রিক বাইকের ডেলিভারি চালু করা যাবে বলে আশা করছি।” উল্লেখ্য, গত বছর ওলা তাদের চারটি ইলেকট্রিক মোটরসাইকেলের কনসেপ্ট মডেলের প্রদর্শন করেছিল। এগুলি হল Roadster, Diamondhead, Adventure, ও Cruiser। স্টাইল ও ক্যাটাগরি অনুসারে বাইকগুলির নামকরণ করা হয়েছে।

ওলা আরও জানিয়েছে, “ভবিষ্যতে সর্বসাধারণের জন্য মোটরসাইকেল আনার আরও বড় পরিকল্পনা রয়েছে আমাদের।” সম্প্রতি ওলা ভারতে তিনটি ই-বাইকের পেটেন্ট ডিজাইন দায়ের করেছে। রিমুভেবল ইলেকট্রিক ব্যাটারির কথা উল্লেখ রয়েছে সেখানে। প্রসঙ্গত, ইলেকট্রিক স্কুটারের বর্ধনশীল জনপ্রিয়তার মুহূর্তে ই-মোটরসাইকেল সেভাবে বাজারে দাগ কাটতে পারেনি। বর্তমানে হাতে গোনা কয়েকটি সংস্থা ইলেকট্রিক বাইক বিক্রি করে। যেমন Revolt, Ultraviolette, Oben ইত্যাদি। এবারে সেই তালিকায় নাম তুলতে চলেছে ওলা।

গত বছর ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে ওলা চারটি ইলেকট্রিক বাইক কনসেপ্ট সর্বসমক্ষে এনেছিল। যার মধ্যে একটি ক্রুজার বাইক। আবার অ্যাডভেঞ্চার বাইকটি Royal Enfield Himalayan-এর মতো দেখতে। ট্যুরিং ও নিত্যদিন ব্যবহারের জন্য ওলা এনেছিল রোডস্টার বাইক। সবশেষে রয়েছে ডায়মন্ড হেড কনসেপ্ট। এটি কল্পবিজ্ঞান সিনেমাতে দেখতে পাওয়া বাইকের মতো।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন