ভারতে পৃথিবীর বৃহত্তম ইলেকট্রিক স্কুটার প্ল্যান্ট তৈরী করতে চলেছে Ola

ভারতের বৃহত্তম ক্যাব অ্যাগ্রিগেটর সংস্থা Ola এবার ইলেকট্রিক স্কুটার ম্যানুফ্যাকচারিংয়ে পা রাখতে চলেছে। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, Ola পৃথিবীর বৃহত্তম ই-স্কুটার প্রোডাকশান…

ভারতের বৃহত্তম ক্যাব অ্যাগ্রিগেটর সংস্থা Ola এবার ইলেকট্রিক স্কুটার ম্যানুফ্যাকচারিংয়ে পা রাখতে চলেছে। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, Ola পৃথিবীর বৃহত্তম ই-স্কুটার প্রোডাকশান প্ল্যান্ট নির্মাণের জন্য ১০০ একর জমি অধিগ্রহণের লক্ষ্যে একাধিক রাজ্য সরকারের সাথে আলোচনারত, এবং সংস্থা সেখানে আগামী দেড়-দু’বছরের মধ্যেই উৎপাদন শুরু করার পরিকল্পনা নিয়েছে বলে শোনা যাচ্ছে।

পুরো বিষয়টি সর্ম্পকে অবগত এমন ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেছে, Ola-র EV (Electric Vehicle) আর্ম Ola Electric বার্ষিক ২ মিলিয়ন (২০ লক্ষ) ইউনিট ই-স্কুটার উৎপাদনের লক্ষ্য মাত্রা রেখে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি নির্মাণের জন্য মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এবং তামিলনাড়ু সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হবে অত্যাধুনিক প্রযুক্তির এবং কার্বন ফুটপ্রিন্ট ফ্রি। পুরো ফেসিলিটি চলবে সোলার এনার্জিতে।

Ola যে ইলেকট্রিক ভেইকেল সেগমেন্টে প্রবেশ করতে চলেছে তা মে মাসে নেদারল্যান্ডের ইলেকট্রিক মোবিলিটি ব্রান্ড Etergo BV কিনে নেওয়ার পরই স্পষ্ট হয়ে যায়। তারপরই Ola Electric ১,০০০ জন ইঞ্জিনিয়ার নিয়োগ করার বিজ্ঞপ্তি দেয়। যা কোম্পানির নতুন স্কুটার আসার সম্ভাবনাকে আরও জোরদার করেছিল।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওলার বিনিয়োগ আসার জন্য অন্য দুটি রাজ্যের তুলনায় মহারাষ্ট্র এবং কর্ণাটকের দিকেই পাল্লা ভারি। ভৌগলিক অবস্থানগত সুবিধার জন্য মহারাষ্ট্র থেকে বাইরে রপ্তানীও যেমন সহজ আবার কর্ণাটকের EV পলিসিও এখন বেশ প্রশংসিত। এবার দেখার বিষয়, Ola তার ই-স্কুটার নির্মাণের উদ্দেশ্যে পাকাপাকিভাবে কোথায় ঘাটি গড়তে চলেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন