ইলেকট্রিক বাইক লঞ্চ করে শোরগোল ফেলে এবার পাঁচটি নতুন স্কুটার আনছে Ola Electric

Ola Electric গতকাল দেশের ৭৮তম স্বাধীনতা দিবসে তাদের প্রথম ইলেকট্রিক বাইক, Roadster লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছে। এই ই-বাইকে এমন সব ফিচার্স ও স্পেসিফিকেশনের দাবি…

Ola Electric Working On 5 New E Scooters Including Adventure Tourer

Ola Electric গতকাল দেশের ৭৮তম স্বাধীনতা দিবসে তাদের প্রথম ইলেকট্রিক বাইক, Roadster লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছে। এই ই-বাইকে এমন সব ফিচার্স ও স্পেসিফিকেশনের দাবি করা হয়েছে যে শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। অন্যদিকে, নিজেদের বৈদ্যুতিক স্কুটারের পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে তৎপর ওলা। সংস্থাটি একটি প্রেজেন্টেশনের মাধ্যমে ভবিষ্যতে তাদের ইলেকট্রিক স্কুটারগুলির ঝলক দেখিয়েছে।

ওলা ইলেকট্রিক পাঁচটি নতুন ইলেকট্রিক স্কুটারের উপর কাজ করছে বলে জানা গিয়েছে। এগুলি বিভিন্ন সেগমেন্টে রিলিজ হবে। কোম্পানি তাদের ইলেকট্রিক ভেহিকেল রেঞ্জ S2 ও S3 ব্র্যান্ডের মাধ্যমে প্রসারিত করবে। ওলার বর্তমান মডেলগুলি S1 ব্র্যান্ডের অধীনে বিক্রি হয়। S2 এবং S3 নাম ব্যবহার করে ওলা আরও প্রিমিয়াম ব্যাটারি চালিত স্কুটার লঞ্চ করবে বলেই মনে করা হচ্ছে।

প্রেজেন্টেশনে, ওলা পাঁচটি ই-স্কুটারের ব্যাপারে জানিয়েছে, যেগুলি তাদের ফিউচার প্রোডাক্ট। S2 সিরিজে তিন ধরনের ইলেকট্রিক স্কুটার থাকবে – সিটি, ট্যুরার, ও স্পোর্ট। অন্যদিকে, S3 লাইনআপে আসবে গ্র্যান্ড অ্যাডভেঞ্চার ও গ্র্যান্ড ট্যুরার স্কুটার। মনে রাখবেন, এগুলি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে বাজারে আসতে এখনও অনেকটা সময় লাগবে।

এদিকে Ola Roadster বাইকটির প্রসঙ্গে বললে, এটি Roadster, Roadster X, ও Roadster Pro নামে তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। দাম ৭৪,৯৯৯ টাকা থেকে শুরু করে সবচেয়ে অত্যাধুনিক মডেলের জন্য ২,৪৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। শুনলে চমকে যাবেন যে, Roadster প্রো মডেলে ৫৭৯ কিলোমিটার রেঞ্জ দাবি করছে সংস্থা। সঙ্গে থাকছে দামি গাড়ির মতো অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম।