স্কুটারের পর চারচাকা ইলেকট্রিক গাড়ি তৈরির ভাবনা Ola-র, ইঙ্গিত সিইও ভাবিশ আগরওয়ালের

গত রবিবার থেকে ভারতে আলোচনার কেন্দ্রে ওলা ইলেকট্রিক (Ola Electric)-এর ব্যাটারিচালিত দুই স্কুটার এস১ (S1) ও এস১ প্রো (S1...
SHUVRO 20 Aug 2021 9:53 AM IST

গত রবিবার থেকে ভারতে আলোচনার কেন্দ্রে ওলা ইলেকট্রিক (Ola Electric)-এর ব্যাটারিচালিত দুই স্কুটার এস১ (S1) ও এস১ প্রো (S1 Pro)। ওলার ইলেকট্রিক স্কুটার নিয়ে তুমুল আগ্রহ দেখাচ্ছে দেশের মানুষজন। এমনকি, ভারতে বৈদ্যুতিক দু'চাকার গাড়ির বাজারে বিপ্লবের সূচনা হল অ্যাপ ক্যাব সংস্থা ওলা (Ola)-র হাত ধরে, এমন কথাও বলছে ওয়াকিবহল মহল। তবে, স্রেফ দু'চাকাতে থেমে নয়! চারচাকার বৈদ্যুতিক গাড়িতে ভর করে বাজার কাঁপানোর পরিকল্পনা করছেন ওলা-র কর্ণধার ভাবিশ আগরওয়াল (Bhavish Agarwal)।

Ola আনছে চারচাকার ইলেকট্রিক গাড়ি

টাইমস অফ ইন্ডিয়াকে ভাবিশ বলেছেন, আগামী দু'বছরের মধ্যে ইলেকট্রিক গাড়ির বাজারে পা রাখবো আমরা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর আমি বিস্তারিতভাবে আলোচনা করবো।

ভাবিশ আগরওয়াল চাইছেন যে, দেশে বিক্রি হওয়া সমস্ত টু-হুইলার পেট্রোল ইঞ্জিনের পরিবর্তে ইলেকট্রিকে চলুক। তিনি আরও বলেন, ভারতকে ইলেকট্রিক ভেহিকেল হাবে পরিণত করতে গেলে বিনিয়োগ করতে হবে। ইলেকট্রিক মোবিলিটি ইকোসিস্টেমের সর্বাধিক ফায়দা তুলতে হবে।

প্রসঙ্গত,  তামিলনাড়ুর কৃষ্ণাগিরিতে ৫০০ একর জমির উপরে গড়ে উঠছে ওলার ফিউচারফ্যাক্টরি (Futurefactory)। কারখানার পরিকাঠামো গড়ে তুলতে ২৪১৬ কোটি টাকা বিনিয়োগ করেছে ওলা। সেখানে বছরে প্রায় ১ কোটি ই-স্কুটার তৈরি হবে। শুধু ভারতের বাজারে নয়, ইউরোপ, যুক্তরাজ্য, লাতিন আমেরিকার, এশিয়া প্যাসিফিক, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও পৌঁছে যাবে ওলার মেড ইন ইন্ডিয়া ইলেকট্রিক স্কুটার।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story