ই-স্কুটারের বিক্রি 70,000 পেরিয়ে গেল, Ola এখন ইলেকট্রিক গাড়ি নিয়ে বড় স্বপ্ন দেখছে, 2024 সালেই বাজারে

ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট বড় ঘোষণা করেছিল ওলা ইলেকট্রিক (Ola Electric)। দেশের অন্যতম উচ্চাভিলাষী EV...
SUMAN 22 Aug 2022 7:12 PM IST

ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট বড় ঘোষণা করেছিল ওলা ইলেকট্রিক (Ola Electric)। দেশের অন্যতম উচ্চাভিলাষী EV প্রকল্প হিসাবে অভিহিত করে সংস্থাটি জানিয়েছিল, তাদের প্রথম বৈদ্যুতিক চার চাকার গাড়ি ২০২৪ সালে মার্কেটে লঞ্চ করা হবে। সম্পূর্ণ চার্জে যার রেঞ্জ ৫০০ কিমি। ২০২৪ থেকেই বিলাসবহুল ইলেকট্রিক গাড়ির উৎপাদন শুরু করার হবে বলে আজ ফের একবার নিশ্চিত করলেন সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল।

জাপানের সফ্টব্যাঙ্ক গোষ্ঠীর (Softbank Group) বিনিয়োগ থাকা ওলার গাড়ি প্রকল্পের জন্য কত টাকার প্রয়োজন, তা অদশ্য খোলসা করেনি। আগরওয়াল মন্তব্য করেন, টেসলা যেখানে পশ্চিমের বাজারগুলিতে বৈদ্যুতিক গাড়ির রমরমা ব্যবসা করছে, তেমন ভারতও পারে ছোট গাড়ি, স্কুটার এবং মোটরবাইক এনে বিশ্বকে তাক লাগাতে।

ওলার বিশ্বমানের ইলেকট্রিক গাড়ি ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ চার সেকেন্ডে তুলতে পারবে বলে দাবি করা হয়েছে। অন্য দিকে সংস্থাটি বৈদ্যুতিক গাড়ির ইকোসিস্টেম গড়ে তোলার জন্য তাদের তামিলনাড়ুর মেগা ফ্যাক্টরির একই ছাদের তলায় ইলেকট্রিক গাড়ি, টু-হুইলার এবং ব্যাটারি সেল তৈরির ঘোষণা করেছে।

আবার স্কুটার ডেলিভারির সাত মাসের মধ্যে ৭০,০০০ S1 Pro বিক্রি রেকর্ড গড়েছে ওলা। যা ভারতের বৈদ্যুতিক দু’চাকার গাড়ির ইতিহাসে দ্রুততম। একই সাথে আর কয়েক মাসের মধ্যে বাজারে ইলেকট্রিক মোটরসাইকেল নিয়ে আসার কথা জানিয়েছেন ভাবিশ। এ বছর দিওয়ালির মধ্যে ভারতের ৫০টি প্রধান শহরে ১০০-র বেশি হাইপারচার্জার বসাবে ওলা। যেখানে স্কুটারের ব্যাটারি ১৮ মিনিটের চার্জে ৭৫ কিলোমিটার দৌড়নোর শক্তি সংগ্রহ করবে।

Show Full Article
Next Story