কিছু না কিনেই Ola-র তরফে 4500 টাকা ক্যাশব্যাক, না দেখলে হা-হুতাশ করবেন পরে

ভারতের বৈদ্যুতিক টু-হুইলারের দুনিয়ায় একের পর এক আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপ নিয়ে চলেছে ওলা ইলেকট্রিক (Ola Electric)।...
SUMAN 7 Dec 2022 8:23 PM IST

ভারতের বৈদ্যুতিক টু-হুইলারের দুনিয়ায় একের পর এক আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপ নিয়ে চলেছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। বিক্রি বাড়াতে ছিটেফোঁটাও ফাঁকফোকর রাখতে নারাজ তারা। সংস্থাটি ইতিমধ্যেই তাদের ‘ডিসেম্বর টু রিমেম্বার’ প্রকল্পের আওতায় Ola S1 Pro ইলেকট্রিক স্কুটারে ১০,০০০ টাকা ছাড় চালু করেছে।

একইসাথে, সংস্থাটি “রেফারেল” প্রোগ্রামের আওতায় তাদের S1, S1 Pro ও S1 Air – প্রতিটি ই-স্কুটারের উপর ৪,৫০০ টাকার ক্যাশ ডিসকাউন্টের ঘোষণা করল। এগুলি “ওলা মানি” হিসেবে গ্রাহকদের ওয়ালেটে ঢুকবে। আজ এই আকর্ষণীয় অফারের প্রসঙ্গে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন ওলার কর্ণধার ভাবিশ আগরওয়াল।

টুইটারে ভাবিশ লেখেন, “ওলার সমস্ত গ্রাহকদের জন্য আজ একটি রেফারেল প্রোগ্রামের সূচনা হচ্ছে।”

https://twitter.com/bhash/status/1600012537256607744?t=SoeG4HIH-s_YNolGVumcOg&s=19

সেখানে তিনি গ্রাহকদের কাছে অনুরোধ জানান তারা যাতে তাদের বন্ধুদের ওলা এস১ স্কুটারে অফারের বিষয়ে অবগত করেন। অর্থাৎ সহজ ভাবে বললে এই অফারটি পাওয়ার জন্য স্কুটার কিনতে উৎসাহী এমন মানুষের প্রয়োজন।

কোনো ক্রেতা এই অফারটি কিভাবে পাবেন, তার সম্পূর্ণ বিবরণ নীচে রইল :

ধাপ ১ - ওলার ওয়েবসাইটে গিয়ে ‘স্টার্ট রেফারিং’-এর লিঙ্কে ক্লিক করতে হবে।

ধাপ ২ - সেখানে মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করলে একটি ওটিপি আসবে।

ধাপ ৩ - এবারে তিনজন বন্ধু অথবা পরিবারের সদস্যদের যোগাযোগের বিবরণ দিতে হবে, যারা ওলার স্কুটার কিনতে আগ্রহী।

ধাপ ৪ - পরিচিতরা স্কুটার কেনার সময় মাথাপিছু ১,৫০০ করে তিনজনের জন্য ৪,৫০০ টাকা পর্যন্ত এই ভাবে ক্যাশব্যাক জিতে নেওয়ার সুযোগ পাবেন যে কেউ।

প্রসঙ্গত, ওলা বর্তমানে তিনটি ইলেকট্রিক স্কুটার বিক্রি করে – S1 Air, S1, এবং S1 Pro। প্রথমটির বর্তমান মূল্য ৮৪,৯৯৯ টাকা, S1-এর দাম ৯৯,৯৯৯ টাকা এবং S1 Pro-এর দর ১.৪০ লক্ষ টাকা। এগুলি সরকারের ভর্তুকি ধরে এক্স-শোরুম মূল্য।

Show Full Article
Next Story