Electric Scooter Fire: ওলার ই-স্কুটারে ফের বিস্ফোরণ, আগুনে পুড়ে হাসপাতালে ভর্তি দু'জন
দ্বিতীয় প্রজন্মের Ola S1 Pro ইলেকট্রিক স্কুটার নিয়ে বড় মুখ ছিল ওলার (Ola)। কিন্তু সেই গর্বের প্রাচুর্য কার্যত ভেঙে...দ্বিতীয় প্রজন্মের Ola S1 Pro ইলেকট্রিক স্কুটার নিয়ে বড় মুখ ছিল ওলার (Ola)। কিন্তু সেই গর্বের প্রাচুর্য কার্যত ভেঙে পড়ল। মাত্র তিন দিন আগে কেনা ওই ই-স্কুটারে আগুন ধরে কার্যত ছাঁই হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে এল। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের নীলমঙ্গলা অঞ্চলের আদর্শ নগরে। জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে ওলার ব্র্যান্ড-নিউ ইলেকট্রিক স্কুটারে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে সন্নিবর্তী স্থানে রাখা দুটি টু হুইলার ক্ষতিগ্রস্ত হয়।
Ola S1 Pro ইলেকট্রিক স্কুটারে ফের আগুন
একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে জানা গিয়েছে, কর্ণাটকের নীলমঙ্গলা অঞ্চলের আদর্শ নগরে গভীর রাতে পার্ক করে রাখা অবস্থায় তিন দিন পুরনো Ola S1 Pro 2nd Gen-এর ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় পাশে রাখা পালসার, অ্যাক্টিভা সহ একটি বাইক পুড়ে যায়। এছাড়াও, দু’জন ব্যক্তির গায়ে আগুন লাগায় তারা আহত অবস্থায় বর্তমানে হসপিটালে ভর্তি।”
মর্মান্তিকভাবে মোটরসাইকেলগুলি ভষ্মীভূত হয়ে যাওয়ার ছবি দেখে অনেকেরই বুক কেঁপে উঠেছে। পূর্বের অবস্থা সম্পর্কে অনুমান করাই একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আগুনের লেলিহান শেখায় ক্ষতিগ্রস্ত হয় বাড়ির ছাদের কার্নিশ। প্রসঙ্গত, এই প্রথমবার নয়। এর আগেও একাধিক ওলার ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোশ্যাল মিডিয়ার দৌলতে ওলার ইলেকট্রিক স্কুটারে একাধিকবার অগ্নিকাণ্ডের দুর্ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল। এবারেও যার অন্যথা হয়নি। অনেকেরই দাবি, ব্যাটারিতে গোলযোগ থাকার কারণেই আগুন ধরার ঘটনা বারংবার ঘটছে। যদিও ওলার প্রতিনিধিদের দাবি, এই দাবি সত্য নয়। তদন্তের পরই আসল সত্য জানা সম্ভব হলে।