এমন সুযোগ বার বার আসবে না, পুজো উপলক্ষ্যে Ola S1 Pro ইলেকট্রিক স্কুটারে দেদার ছাড়
পুজোর খুশিতে ইতিমধ্যেই বহু মানুষ গা ভাসিয়েছেন। জিনিসপত্র কেনাকাটার চূড়ান্ত পর্ব চলছে। কারণ পুজো শুরু হতে হাতেগোনা আর...পুজোর খুশিতে ইতিমধ্যেই বহু মানুষ গা ভাসিয়েছেন। জিনিসপত্র কেনাকাটার চূড়ান্ত পর্ব চলছে। কারণ পুজো শুরু হতে হাতেগোনা আর মাত্র দু'এক দিনের অপেক্ষা। এই মুহূর্তে ক্রেতাদের জন্য অতি খুশির খবর নিয়ে হাজির হল ভারতের প্রথম সারির বৈদ্যুতিক স্কুটার কোম্পানি ওলা ইলেকট্রিক (Ola Electric)। সংস্থাটি তাদের ফ্ল্যাগশিপ মডেল Ola S1 Pro-তে লোভনীয় ছাড়ের ঘোষণা করল। এখনই ই-স্কুটারটি কিনলে এক্স-শোরুম মূল্যের উপর মিলবে ১০,০০০ টাকার আকর্ষণীয় ডিসকাউন্ট। ওলা ইতিমধ্যেই তাদের পার্চেস উইন্ডো খুলেছে।
উল্লেখ্য, ২০২১-এর ১৫ আগস্ট লঞ্চের পর থেকে এই প্রথম S1 Pro-তে ডিসকাউন্টের ঘোষণা করল ওলা। বর্তমানে ইলেকট্রিক স্কুটারটির দাম ১.৪০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। সেক্ষেত্রে ছাড় ধরে স্কুটারটির মূল্য দাঁড়াচ্ছে ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ওলা ইলেকট্রিক তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ফেস্টিভ অফারের ঘোষণা করেছে। সেখানে সংস্থাটি লিখেছে, “ওলার ফেস্টিভ অফারে ১০,০০০ টাকার ডিসকাউন্টে কিনুন S1 Pro। অন্য ফাইন্যান্স অপশনেও কিনতে পারেন।”
ওলা তাদের এই ফেস্টিভ অফার ৫ অক্টোবর পর্যন্ত বৈধ রাখার কথা জানিয়েছে। এই ডিসকাউন্ট পেতে হলে ওলার অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে। ফেস্টিভ অফার ট্যাবে ট্যাপ করে S1 Pro-এর কেনার অপশনে ক্লিক করলেই ১০,০০০ টাকা ডিসকাউন্টে কেনা যাবে স্কুটারটি। স্কুটার কেনার বাদবাকি পদ্ধতি আগের মতই রয়েছে।
প্রসঙ্গত, Ola S1 Pro-এর ARAI শংসাপত্র প্রাপ্ত রেঞ্জ ১৮০ কিমির বেশি। তবে বাস্তবে ফুল চার্জে ১৭০ কিমি পথ চলতে পারবে বলে দাবি করা হয়েছে। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১১৬ কিমি এবং ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ৩ সেকেন্ডে তুলতে সক্ষম। এতে রয়েছে একটি ৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। যা সম্পূর্ণ চার্জ হতে প্রায় সাড়ে ছয় ঘন্টা সময় লাগে। বাজারে স্কুটারটির মূল প্রতিপক্ষ হিসেবে রয়েছে Ather 450X Gen 3।